মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে কেন বাদ পড়লেন? কোন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের তারকা এ পেসারকে ছেড়ে দিয়েছে কেকেআর। এ নিয়ে আলোচনা যেন কিছুতেই শেষ হচ্ছে না। ফিজের আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিয়ে উঠে আসছে নতুন নতুন তথ্য। তাতে যোগ হলো নতুন বিষয়। বিসিসিআইয়ের নির্দেশনা পেয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলেও এ নিয়ে কোনো আলোচনাই নাকি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায়। এ নিয়ে গভর্নিং কাউন্সিলের কোনো সদস্যের সঙ্গে কোনো রকম কথা হয়নি বোর্ডের।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাঁহাতি এ বোলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মূলত বিসিসিআইয়ের শীর্ষ কর্তা-ব্যক্তিরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে এমনটা। আইপিএল আয়োজনের সঙ্গে জড়িত ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা তারা বোর্ড থেকে জানেননি। খবরটা তারা পেয়েছেন গণমাধ্যম থেকে। এ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বোর্ডে। তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শও করেনি বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এই বিষয় নিয়ে চেষ্টা করেও বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইন্ডিয়ান এক্সপ্রেস।
সাইকিয়া গত শনিবার জানান, বাংলাদেশের পেসারকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছেন তারা। পরে কেকেআর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া পেসার মোস্তাফিজকে তারা দল থেকে বাদ দিয়েছে। এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বাংলাদেশে।
ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে মোস্তাফিজ বাদ পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

