আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সঠিক সময়েই আরব আমিরাত সফর করবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
সঠিক সময়েই আরব আমিরাত সফর করবে বাংলাদেশ

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে পাক-ভারত সংঘাতে কারণে সফরটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও সঠিক সময়েই সংযুক্ত আরব সফর করবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ১৪ মে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের দল। পাশাপাশি পাকিস্তান সফর নিয়ে নিয়মিত আলোচনা করছে বিসিবি।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ দল আরব আমিরাত যাবে। সেখানে গিয়ে বাংলাদেশ দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী সপ্তাহে এই সফরটি শুরু হওয়ার কথা রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন