আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি

মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চিঠি দিয়েছিল আইসিসিকে। সেটার জবাব পেয়েছে বিসিবি। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

আজ বুধবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

এর আগে, মঙ্গলবার রাতে ভারতের ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে—বিসিবিকে এমন বার্তা দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি বলছে, এই দাবি সত্য নয়। অর্থাৎ, আইসিসি ইএসপিএনকে এমন কিছু অবগত করেনি।

এ বিষয়ে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এ বিষয়ে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, সেটাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন