ট্রফি বিতর্ক

আইসিসিতে পরিচালক পদ খোয়াচ্ছেন নাকভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০: ০৩
মহসিন নাকভি

এশিয়া কাপ নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। হবেই বা কি করে? চ্যাম্পিয়ন হয়ে এখনো যে শিরোপাই হাতে পাননি সূর্যকুমার যাদবরা। এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে নিতে রাজি না হওয়ায় ট্রফি এখনো বুঝে পাননি তারা।

বিজ্ঞাপন

আর পিসিবির চেয়ারম্যান নাকভিও ট্রফি এসিসির অফিসে রেখে দিয়েছেন। ভারতের কোনো প্রতিনিধির হাতে নাকভি নিজেই ট্রফি তুলে দিতে চান। এ নিয়ে নাকভির সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে চলছে কথার লড়াই।


এই ডামাডোলের মাঝে সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে আরেক খবর। বিসিসিআই বলছে, পিসিবি-প্রধান নাকভিকে তার আচরণের জন্য সতর্ক করবে আইসিসি।
ব্যাপারটি এখানেই শেষ হচ্ছে না। নাকভি খোয়াতে পারেন আইসিসিতে নিজের পরিচালক পদও।

ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘পিসিবি কিংবা নাকভির ক্ষেত্রে কী ঘটে-সেটাই এখন দেখার বিষয়। বিসিসিআইয়ের কাছে এটা পরিষ্কার যে, ভারতীয় দলকে নিজেই ট্রফি দিতে জোরাজুরি করা এবং টুর্নামেন্টের অফিসিয়াল আয়োজক বিসিসিআইয়ে ট্রফি পাঠানো প্রত্যাখ্যান করার অধিকার তার (নাকভি) ছিল না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত