এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৯: ১৩
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১: ৩১

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। এশিয়া কাপের এই দলে জায়গা করে নিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সম্প্রতি দারুণ পারফরম্যান্স প্রদর্শণ করে গেলে জাতীয় দলে ঠাঁই হচ্ছিল না তার।

এ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। অবশেষে সোহানকে ডাকল বিসিবি। সোহান ছাড়াও এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান। অভিজ্ঞ সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অংকনকেও দলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মিরপুরে ১৫ আগস্ট প্রাথমিক দলের স্কিল ক্যাম্প হবে। এরপর ২০ আগস্ট থেকে ক্যাম্প হবে সিলেটে। চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে এখনো সিরিজের সূচি প্রকাশ করেনি বিসিবি।

আগামী ৯-২৮ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে ১৭তম এশিয়া কাপের আসর। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বাংলাদেশ প্রাথমিক দল

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মো. নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মো. তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মো. মেহেদী হাসান মিরাজ, মো. শামীম হোসেন, মো. নাজমুল হোসেন শান্ত, মো. রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মো. তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. তানজিম হাসান সাকিব, মো. সাইফউদ্দিন, নাহিদ রানা, মো. মোস্তাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ সাইফ হাসান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত