ইংলিশ ক্লাব ছেড়ে বসুন্ধরা কিংসে কিউবা মিচেল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৩: ০৮

ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে দলে টেনেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষ ক্লাবটি।

১৯ বছর বয়সী মিচেলের জন্ম ইংল্যান্ডে। মাঝমাঠের এই ফুটবলারের মা বাংলাদেশি। বাবা জ্যামাইকান। আগে থেকেই ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট ছিল তার। গত জুনে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ছাড়পত্র আগেই পেয়েছে এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে তার বাধা নেই।

বিজ্ঞাপন

মিচেলের জন্য রিলিজ ক্লজ হিসেবে কত টাকা খরচ করতে হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বসুন্ধরা। তবে ইউরোপিয়ান ক্লাব থেকে এমন একজন তরুণ ফুটবলার এনে বিস্ময়ের জন্ম দিয়েছে জায়ান্টরা।

এদিকে নতুন কোচ হিসেবে সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা। ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ ও ২০ দলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কাজ করেছেন সান্তোসের যুব দলেও।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। প্রিমিয়ার লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যেই আমরা মিচেলকে নিয়েছি। আমরা আশা করছি সে তিন থেকে চারদিনের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে। তার সঙ্গে ধার চুক্তি হয়নি। সে পুরোপুরিই এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়।’

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত