আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুলের পরও ওনানার ওপর আস্থা রাখছেন আমোরিম

স্পোর্টস ডেস্ক

ভুলের পরও ওনানার ওপর আস্থা রাখছেন আমোরিম
রুবেন আমোরিম ও আন্দ্রে ওনানা

ম্যানচেস্টার ইউনাইটেড যে কোনো টুর্নামেন্টেই ফেভারিট। ইউরোপা লিগের বেলায় তো কথাই নেই। নামের জোরে হলেও অনেকটা এগিয়ে থাকে তারা মাঠের লড়াইয়ে। তাই তো জয়ের লক্ষ্য নিয়েই অলিম্পিক লিওঁর মাঠে আতিথ্য নিয়েছিল রেড ডেভিলরা। কিন্তু কোচ রুবেন আমোরিমের শিষ্যদের মনের আশাটা পূরণ হয়নি। তবে অলিম্পিক লিওঁ পার্কে ইউনাইটেডের জন্য জয় পাওয়া অসম্ভব কিছু ছিল না। কিন্তু আন্দ্রে ওনানার জোড়া ভুলে জয় থেকে বঞ্চিত হয়েছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। ওল্ড ট্রাফোর্ড শিবিরের গোলরক্ষক ওনানার বাজে রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানইউকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক লিওঁ। ইউরোপা লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার।


গোলকিপার ওনানার ভুল না করলে টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠার পথে একধাপ এগিয়ে যেতে পারত ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তা আর হতে দেয়নি তেমনটা। ড্র হওয়া ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল অবশ্য ইউনাইটেডই। কিন্তু ইনজুরি টাইমের পাঁচ মিনিটে ওনানা দ্বিতীয়বার ভুল করে বসে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করে ইউনাইটেড।
ওনানা অবিশ্বাস্য প্রথম ভুলটি করে বসেন লড়াইয়ের ২৫ মিনিটে। হাতের নাগালে থাকলেও থিয়াগো আলমাদার ফ্রি-কিক রুখতেই পারেননি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বল মিস করে ফেলেন ওনানা। বল জাল কাঁপালে এগিয়ে যায় লিওঁ। আর গোল হজম করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। গোলকিপারের ভুল শুধরে লড়াইয়ে ফিরেছিল সফরকারীরা। প্রথমার্ধের ইনজুরি টাইমের পাঁচ মিনিটে লেনি ইউরো আর ৮৮ মিনিটে জশুয়া জিরকজি গোল করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ম্যানইউ।

বিজ্ঞাপন


কিন্তু ২-১ গোলে এগিয়ে থেকেও জয়ের হাসি হাসতে পারেনি ম্যানইউ। বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া শট ধরতে পারেননি ওনানা। তার হাত ফসকে যাওয়া বলটি সুযোগ পেয়ে ঠিকই জালে জড়ান রায়ান চেরকি। এ গোলেই শেষে ড্রয়ের অস্বস্তি সঙ্গী করে মাঠ ছাড়ে ইউনাইটেড। ইউরোপা লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে কনফারেন্স লিগে ত্রিস্তান মাদুয়েকের জোড়া গোলে লেগিয়া ওয়ারশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি।


ভুলের পরও ওনানার ওপর আস্থা রাখছেন কোচ রুবেন আমোরিম। ম্যাচ শেষে বলেন, ‘এ মুহূর্তে আমি এমন কিছু আন্দ্রেকে (ওনানা) বলতে পারব না যা তার উপকার করবে। ফলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। আর সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’ ১৭ এপ্রিল দ্বিতীয় লেগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য নেবে লিওঁ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন