আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

জয়ে শুরু বাংলাদেশ নারী দলের

স্পোর্টস রিপোর্টার

জয়ে শুরু বাংলাদেশ নারী দলের

থাইল্যান্ডে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা করেছে বাংলাদেশ নারী দল। আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারাল ভারতকে। মূলত বাংলাদেশের আত্মবিশ্বাসী ফুটবল ও কৌশলের কাছে হার মানে ভারতের মেয়েরা। শনিবার বাংলাদেশ ও ভুটান মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। খেলার শেষ পর্যন্ত মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখে তারা। সাত মিনিটে কৃষ্ণা রানি সরকারের অ্যাসিস্টে অভিজ্ঞ সাবিনা খাতুনের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেন লাল-সবুজ জার্সিধারীরা। এতে জাতীয় নারী ফুটসাল দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলদাতা হিসেবে রেকর্ডের পাতায় নাম তোলেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর স্কোর লাইন ২-০ হয় তার গোলেই।

১৩ মিনিটে বাংলাদেশকে আরো একবার আনন্দের উপলক্ষ এনে দেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বাম দিক থেকে কৃষ্ণা রানি সরকারের দুর্দান্ত ক্রসে ভারতীয় গোলরক্ষককে বোকা বানান সাবিনা। আক্রমণে ডায়মন্ড শেপে দ্রুত ট্রানজিশন করে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। হাই প্রেসিং, দ্রুত বল রিকভারি ও অভিজ্ঞ খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের মূল শক্তি। স্কোরলাইনের সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে ফাউল ম্যানেজমেন্ট ও টাইম আউট ব্যবহারের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ।

কোচ সাইদ খোদারাহমির ম্যাচ রিডিং ও সময়োপযোগী সিদ্ধান্তও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্য প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছিল ভারত। কিন্তু বাংলাদেশের রক্ষণের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলিক। তার দক্ষতার কাছে বারবার ব্যর্থ হয়েছেন ভারতের মেয়েরা। বিরতির পর খেলতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাবিনা-সুমাইয়ারা। এতে আবারও আসে সাফল্য।

৩১ মিনিটে মিডফিল্ড ট্রানজিশন থেকে লং রেঞ্জ শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন সুমাইয়া মাতসুশিমা। ৩৬ মিনিটে একটি গোল শোধ করে ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এই জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে এবং টুর্নামেন্টে দলের সম্ভাবনাকে নতুন করে তুলে ধরেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন