স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে ব্লুজরা। এই জয়ে প্রায় ৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের টেবিলের শীর্ষে উঠল চেলসি।
এর আগে সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিগ টেবিলের শীর্ষে ছিল চেলসি। এরপর গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার মধ্য দিয়ে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। এর মধ্যে দুইবার তো সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারেনি তারা- ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে।
নতুন মৌসুমে বাকি ১৮ দল এখন পর্যন্ত মাত্র একবার করে মাঠে নেমেছে। তাই সাময়িকের জন্য টেবিলের শীর্ষে আছে চেলসি। যদিও লম্বা সময় পর সিংহাসনের চূড়ায় উঠার স্বাদটা কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে তাদের।
২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিল চেলসি। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিলো না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
তারুণ্যের জয়গান গেয়েই ওয়েস্ট হ্যামকে বিধ্বস্ত করেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে সফরকারীদের হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। এদের মধ্যে চালোভার বয়স সর্বোচ্চ ২৬ বছর।
ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট হ্যামকে চেপে ধরে চেলসি। যদিও প্রথমে গোলের দেখা পায় স্বাগিতকরা। ষষ্ঠ মিনিটে গোল করেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েটা। ১৫ মিনিটে চেলসির হয়ে গোলটার শোধ দেন জোয়াও পেদ্রো। প্রথমার্ধে অতিথিদের হয়ে আরো একবার করে জালে বল জড়ান নেতো ও এনজো। বিরতির পর স্কোরশিটে নাম তোলেন কেইসেডো ও চালোভা।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে ব্লুজরা। এই জয়ে প্রায় ৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের টেবিলের শীর্ষে উঠল চেলসি।
এর আগে সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিগ টেবিলের শীর্ষে ছিল চেলসি। এরপর গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার মধ্য দিয়ে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। এর মধ্যে দুইবার তো সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারেনি তারা- ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে।
নতুন মৌসুমে বাকি ১৮ দল এখন পর্যন্ত মাত্র একবার করে মাঠে নেমেছে। তাই সাময়িকের জন্য টেবিলের শীর্ষে আছে চেলসি। যদিও লম্বা সময় পর সিংহাসনের চূড়ায় উঠার স্বাদটা কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে তাদের।
২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিল চেলসি। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিলো না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
তারুণ্যের জয়গান গেয়েই ওয়েস্ট হ্যামকে বিধ্বস্ত করেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে সফরকারীদের হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। এদের মধ্যে চালোভার বয়স সর্বোচ্চ ২৬ বছর।
ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট হ্যামকে চেপে ধরে চেলসি। যদিও প্রথমে গোলের দেখা পায় স্বাগিতকরা। ষষ্ঠ মিনিটে গোল করেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েটা। ১৫ মিনিটে চেলসির হয়ে গোলটার শোধ দেন জোয়াও পেদ্রো। প্রথমার্ধে অতিথিদের হয়ে আরো একবার করে জালে বল জড়ান নেতো ও এনজো। বিরতির পর স্কোরশিটে নাম তোলেন কেইসেডো ও চালোভা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে