সাবেক ক্রিকেটারদের লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ১৫

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করে ভারত। তাই সাবেক ক্রিকেটারদের এই লিগ থেকে আজীবনের জন্য নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি। তাই নিয়ম অনুযায়ী পাকিস্তানের পূর্ণ দুটি পয়েন্ট পাওয়ার কথা ছিল। কিন্তু উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেটাকে পক্ষপাতদুষ্ট আচরণ বলে উল্লেখ করেছে পিসিবি। সেই সঙ্গে আয়োজকরা রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্রিকেটীয় চেতনাকে নষ্ট করেছে বলে দাবি পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারতের চ্যাম্পিয়নরা। তাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফাইনালে পা রাখে পাকিস্তান।

যদিও প্রতিবেশী দেশের এই আচরণের প্রতিবাদ জানাতে বেশি সময় নেয়নি পিসিবি। শনিবার (২ আগস্ট) মহসিন নাকভির সভাপতিত্বে ভার্চুয়ালি ৭৯তম বোর্ড সভার আয়োজন করে পিসিবি। সে সভা শেষে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘ক্রিকেটীয় কোনো কারণে নয়, বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বর্ণণার তোষামোদী করতে গিয়েই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে যেটা এক অগ্রণযোগ্য বার্তা দেয়।’

পিসিবি আরো জানায়, ‘যেখানে রাজনীতির ছায়ায় খেলার স্পিরিট চাপা পড়ে থাকে এবং স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলা ক্রিকেটের মূল চেতনা নষ্ট হয় সেখানে আমরা আমাদের খেলোয়াড়দের অংশ নিতে দিতে পারি না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত