আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিজের ক্ষতিপূরণ নিয়ে আইপিএল কর্তৃপক্ষের ভাবনা

স্পোর্টস ডেস্ক

ফিজের ক্ষতিপূরণ নিয়ে আইপিএল কর্তৃপক্ষের ভাবনা

নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার দর উঠেছিল ৯ কোটি ২০ রাখ রুপি। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর আন্দোলনের মুখে বিসিসিআই নির্দেশনা দেওয়ায় মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে- ফিজ কি আর্থিক ক্ষতিপূরণ পাবেন। কিন্তু তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইপিএলের বীমা পলিসি হতাশ করছে ফিজ ভক্তদের।

বিজ্ঞাপন

আইপিএল-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, টুর্নামেন্টের বীমা কাঠামোর আওতায় মোস্তাফিজের এখন ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই বললেই চলে। পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বীমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বীমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়।’

আইপিএল ক্রিকেটারদের অর্থ পরিশোধের নিয়মটি মোস্তাফিজুর রহমানের বেলায় কার্যকর নয়। কারণ, ইনজুরি বা মাঠের পারফরম্যান্সের কারণে তার চুক্তি বাতিল হয়নি। এ কারণে কেকেআর তাকে অর্থ পরিশোধে বাধ্য নয়। সূত্রটি এ নিয়ে জানিয়েছে, ‘এই পরিস্থিতি বীমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি দায় নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মোস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা নেওয়া। তাও আবার আইপিএল ভারতীয় আইনের অধীন। কোনো বিদেশি ক্রিকেটারই সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার ঝুঁকিও নেন না।’

এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বড় বাধা। এ নিয়ে আইপিএল-সংশ্লিষ্ট সূত্রটি বলছে, ‘ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কটা ভারত-পাকিস্তানের মতো নয়। এখনকার পরিস্থিতি আগামী বছরই পাল্টে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউই আগ্রহ দেখাবেন না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন