তাড়াহুড়ো করতে চান না সৌম্য

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩: ৫১
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪: ২৬

ইনজুরি থেকে সেরে উঠেছেন সৌম্য সরকার। তাই রংপুর রাইডার্সের হয়ে কবে বিপিএলে খেলতে নামবেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। সৌম্য জানালেন, ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট না হওয়ায় তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।

সবশেষ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন চোট পান সৌম্য। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। ১১তম বিপিএলে এখনও ম্যাচ খেলা হয়নি তার। যদিও সাবেক চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়ে ইতোমধ্যে ব্যাটিং অনুশীলন করেছেন। ম্যাচ খেলতে নামার আগে টিম ম্যানেজমেন্ট, মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করে নিতে চান তিনি।

বিজ্ঞাপন

সৌম্য বলেন, ‘আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখি কি হয়। এই মুহূর্তে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং অনুশীলন করেছি। ফিল্ডিং সেভাবে করা হয়নি। এগুলো ধীরে ধীরে হবে। আমাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

সৌম্য আরও বলেন, ‘পুরোপুরি না সেলে উঠলে বরং ঝূঁকি আরও বেশি থাকবে। তাড়াহুড়ো করে নেমে গেলে সেখানে আবারও চোট লাগলে ফিরতে এক মাসের জায়গায় দুই মাস লেগে যাবে। আমি সবার সঙ্গে কথা বলেই সব ঠিক করব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত