আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার বল হাতে নজর কাড়লেন ওয়েন

স্পোর্টস ডেস্ক

এবার বল হাতে নজর কাড়লেন ওয়েন

মেজর লিগ ক্রিকেটের চলমান আসরে ঝড়ো ব্যাটিংয়ে ওয়াশিংটন ফ্রিডমকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন মিচেল ওয়েন। এবার বোলিংয়ে ৫ উইকেট নিয়ে দল জেতালেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তার ফাইফারের দিনে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ১২ রানে হারিয়েছে ওয়াশিংটন ফ্রিডম।

আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপেসের ফিফটিতে ১৬৯ রান তোলে ওয়াশিংটন। ৫৮ রানের ইনিংস খেলেন ফিলিপস। জ্যাক এডওয়ার্ডস করেন ৪২ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে থামে সান ফ্রান্সিসকো। ৬৭ রান এনে দেন ম্যাথু শর্ট। হ্যামিল্টনের ব্যাট থেকে আসে ৩১ রান। ৫ উইকেট নেওয়ার পথে ১৭ রান খরচ করেন ওয়েন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:

ওয়াশিংটন: ১৬৯/৬ (২০ ওভার); ফিলিপস ৫৮, এডওয়ার্ডস ৪২; বার্টলেট ৪/৩২

সান ফ্রন্সিসকো: ১৫৭/৯ (২০ ওভার); শর্ট ৬৭, হ্যামিল্টন ৩১; ওয়েন ৫/১৭

ফল: ওয়াশিংটন ১২ রানে জয়ী

ম্যাচসেরা: মিচেল ওয়েন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন