চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশ দলকে মাশরাফির শুভকামনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৪

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৯ ফেব্রয়ারি) বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির পুরো স্কোয়াডের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে এই পেসার লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলের প্রতি শুভকামনা রইল। তোমরা সবাই সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

বিজ্ঞাপন

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন মাশরাফি। সেবার দারুণ পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। যেটা এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে দলটির সবচেয়ে বড় সাফল্য।

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে বাংলাদেশের মিশন শুরু হবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত