আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

প্রথম টি-টোয়েন্টিতে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতায় ফিরল ঠিক পরের ম্যাচেই। দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়ারা জিতল ৫১ রানে।

নিউ চন্ডীগড়ে ১৯.১ ওভার খেলে ১৬২ রানে গুটিয়ে গেছে ভারত। দলের হয়ে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিলক ভার্মা। কুইন্টন ডি ককের ৯০ রানের দুর্বার ইনিংসে ৪ উইকেটে ২১৩ রানের পুঁজি গড়ে প্রোটিয়ারা।

ম্যাচের এক ওভারে সাতটি ওয়াইড দিয়েছেন আর্শদিপ সিং। ওভার শেষ করেছেন সব মিলিয়ে ১৩ বলে। টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বল করার অস্বস্তিকর রেকর্ড এটি।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪, ২০ ওভার (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)।

ভারত: ১৬২/১০, ১৯.১ ওভার (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী।
ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন