আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে চান না তামিম ইকবাল খান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁহাতি ওপেনার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এমন পোস্টের পর থেকেই তামিমকে বিদায় জানাচ্ছেন জাতীয় দলের সতীর্থরা। সবার বিদায়ী বার্তাতেই আছে আবেগের সুর।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই জাতীয় দলের বাইরে তামিম। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরবেন কিনা সেটা নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। তামিমের ফেরার ইস্যুতে কথা বলেন খোদ বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তামিম ফিরবেন কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে বলেন। এবার নিজের অবস্থান জানিয়ে সব কৌতুহলের ইতি টানলেন তামিম।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ক্যাপশনে লিখেছেন,'তুমি যা অর্জন করেছো তার জন্য আমি কতটা গর্বিত সেটা প্রকাশ করতে চাই। বন্ধু তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং বিশ্বমানের ব্যাটার। শুভ অবসর বন্ধু। মাঠে তোমাকে মিস করব। ক্রিকেটের মাধ্যমে এমন একজন দুর্দান্ত বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।'
বিদায়ী বার্তায় মাহমুদউল্লাহ রিয়াল লিখেছেন, 'দীর্ঘ এবং একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিস্ময়কর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন তামিম। তুমি অনেক কিছু অর্জন করেছো। বাংলাদেশ দলের জন্য প্রচুর অবদান রেখেছো। আমি তোমার সুখী অবসর কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।'
তামিমকে বিদায় জানাতে গিয়ে নাজমুল হোসেন শান্ত লিখেছেন,' প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।
আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।
আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তামিম