আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, স্প্যানিশ সুপার কাপে আরেকটি এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, স্প্যানিশ সুপার কাপে আরেকটি এল ক্লাসিকো

আগের ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রেখেছিল বার্সেলোনা। একদিন বাদেই বার্সেলোনা সঙ্গে একই মঞ্চে পা রাখল রিয়াল মাদ্রিদ। ‘মাদ্রিদ ডার্বি’তে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। এর ফলে আরেকটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছেন দর্শকরা।

স্প্যানিশ সুপার কাপে গত তিনবার ফাইনালে হয়েছিল এল ক্লাসিকো। এর মধ্যে দুইবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। জাবি আলোনসোর দল এবার ১৪তম ট্রফি জয়ের মিশনে। আর রেকর্ড ১৫ ট্রফির সঙ্গে আরেকটি উঁচিয়ে ধরার লক্ষ্য থাকবে বার্সার। আগামী রোববার হবে বছরের প্রথম এল ক্লাসিকো।

অ্যাটলেটিকোর বিপক্ষে মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় রিয়াল। চমৎকার ফ্রি কিক থেকে ফেদেরিকো ভালভার্দে গোলমুখ খোলেন। হাফটাইমের পর দশম মিনিটে রদ্রিগোর গোলে আরও এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর আলেক্সান্দার সোরলোথ একটি গোল শোধ দেয়। পরে আরও কয়েকটি সুযোগ পেলেও সমতার দেখা পায়নি অ্যাটলেটিকো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন