স্পোর্টস ডেস্ক
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের কারণে বেশ চাপেই ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু সব চাপ দূর করেন শিমরন হেটমায়ার। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে হোবার্ট হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে গায়ানা।
শিরোপার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে আয়োজকরা। এর আগে নিজেদের সবশেষ ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটে নুরুল হাসান সোহানের দল।
প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মঈন আলী, গুদাকেশ মোটির বোলিং তোপে পড়ে ১২৫ রানে অলআউট হয় হোবার্ট। ২০ বলে ২৮ রান করেন ফাবিয়ান অ্যালেন। সমান ২১ রান আসে মোহাম্মদ নবি, নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমটের ব্যাট থেকে। ১৬ রান করেন রাইট। মাত্র ৯ রানে ৩ উইকেট নেন মোটি। মঈনের শিকার ২ উইকেট। ১৭ রান খরচ করেন এই ইংলিশ ক্রিকেটার। সমান উইকেট নিতে ৩৫ রান দেন ইমরান তাহির।
জবাবে ৯ ওভার শেষে গায়ানার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৩ রান। পরের ওভারে দৃশ্যপট বদলে দেন হেটমায়ার। ফাবিয়ান অ্যালেনের করা ওই ওভারে পাঁচটি ছয় মারেন তিনি। বাকি বল থেকে নেন ২ রান। তাতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় গায়ানা। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ১০ বলে ছয়টি ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন হেটমায়ার। এরপর আরো ২ উইকেট হারালেও তাই জয় হাতছাড়া হয়নি গায়ানার। ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: হোবার্ট হারিকেন্স: ১২৫/১০ (১৬.১ ওভার); অ্যালেন ২৮, নবি ২১; মোটি ৩/৯
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১২৮/৬ (১৬.৩ ওভার); হেটমায়ার ৩৯, মঈন ৩০*; স্ট্যানলেক ৩/২১
ফল: গায়ানা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শিমরন হেটমায়ার
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের কারণে বেশ চাপেই ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু সব চাপ দূর করেন শিমরন হেটমায়ার। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে হোবার্ট হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে গায়ানা।
শিরোপার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে আয়োজকরা। এর আগে নিজেদের সবশেষ ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটে নুরুল হাসান সোহানের দল।
প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মঈন আলী, গুদাকেশ মোটির বোলিং তোপে পড়ে ১২৫ রানে অলআউট হয় হোবার্ট। ২০ বলে ২৮ রান করেন ফাবিয়ান অ্যালেন। সমান ২১ রান আসে মোহাম্মদ নবি, নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমটের ব্যাট থেকে। ১৬ রান করেন রাইট। মাত্র ৯ রানে ৩ উইকেট নেন মোটি। মঈনের শিকার ২ উইকেট। ১৭ রান খরচ করেন এই ইংলিশ ক্রিকেটার। সমান উইকেট নিতে ৩৫ রান দেন ইমরান তাহির।
জবাবে ৯ ওভার শেষে গায়ানার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৩ রান। পরের ওভারে দৃশ্যপট বদলে দেন হেটমায়ার। ফাবিয়ান অ্যালেনের করা ওই ওভারে পাঁচটি ছয় মারেন তিনি। বাকি বল থেকে নেন ২ রান। তাতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় গায়ানা। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ১০ বলে ছয়টি ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন হেটমায়ার। এরপর আরো ২ উইকেট হারালেও তাই জয় হাতছাড়া হয়নি গায়ানার। ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: হোবার্ট হারিকেন্স: ১২৫/১০ (১৬.১ ওভার); অ্যালেন ২৮, নবি ২১; মোটি ৩/৯
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১২৮/৬ (১৬.৩ ওভার); হেটমায়ার ৩৯, মঈন ৩০*; স্ট্যানলেক ৩/২১
ফল: গায়ানা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শিমরন হেটমায়ার
দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেন স্পিনার আকিল হোসেইন। প্রায় একই সময়ে ওয়ানডে দলে যোগ দিতে বাংলাদেশে আসার কথা ছিল র্যামন্ড সিমন্সের।
২৫ মিনিট আগেআগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
৩ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৪ ঘণ্টা আগে