ফরাসি লিগ ওয়ান

জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১: ৪১
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১: ৪৫

চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে রয়েছে পিএসজি। বার্সেলোনাকে হারানোর পর বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। তবে ঘরোয়া ফুটবলে সময়টা যাচ্ছিল যাচ্ছে-তাই বাজে। হোঁচট খেয়েছে পরপর দুই ম্যাচে।

বিজ্ঞাপন

লিলের পর স্ত্রাসবুর্গ রুখে দিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যদের। জয়বঞ্চিত হওয়ার ধারাটা অবশেষে বিদায় নিলো। তাতে ফরাসি লিগ ওয়ানে জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি। ব্রেস্তের মাঠে ৩-০ গোলে জিতল তারা।


ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। দুটি গোলই এনে দেন আশরাফ হাকিমি। ম্যাচের ২৯ ও ৩৯ মিনিটে গোল করেন রক্ষণভাগের এ ফুটবলার। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পিএসজির জার্সি গায়ে তৃতীয় গোল করেন দেজিরে দুয়ে।


অন্যদিকে জার্মান লিগ বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। বাভারিয়ানরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে। এ নিয়ে টানা আট ম্যাচ জিতে অপরাজিত থেকে গেল জায়ান্ট টিমটি। বায়ার্নের হয়ে গোল করেন জোশুয়া কিমিচ (৬৪ মিনিটে), রাফায়েল গুয়েরেইরো (৬৯ মিনিটে) ও লেনার্ট কার্ল (৮১ মিনিটে)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত