ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

গ্রুপসেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা, ছিটকে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২: ০০

সমীকরণটা ছিল সোজাসাপ্টা। লড়াইয়ে টিকে থাকতে হলে জিততে হবে। হারলেই বিদায় নিশ্চিত। স্পেনের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে জিততেই পারল না ব্রাজিল। জিতবে কিভাবে? গোলের দেখাই যে পায়নি ফেভারিট টিমটি। শনিবার রাতে চিলির সান্তিয়াগোতে স্পেনের কাছে ১-০ গোলে হার মেনেছে ব্রাজিল। তাতে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হলুদ জার্সিধারীরা।

বিজ্ঞাপন

বয়সভিত্তিক এই বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টের পাঁচবারের শিরোপা জয়ীরা আসরের প্রথম পর্ব থেকে ছিটকে গেল এই প্রথম। তবে একই রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরের নকআউটের টিকিট কেটেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে ধরাশায়ী করে শেষ ষোলোর টিকিট নিশ্চিতের পথে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শনিবার রাতে ইতালিকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপ সেরা হয়েছে তারা। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন দিলান গোরোসিতো।

চিলির ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে ব্রাজিল ‘সি’ গ্রুপের শেষ ম্যাচটি খেলেছে বিদায় হওয়ার আশঙ্কা নিয়ে। ম্যাচ শেষে আশঙ্কাই সত্যি হয়েছে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ২-২ রুখে দিয়েছিল মেক্সিকো। পরে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিলের যুবারা। তাতে দুই ম্যাচ খেলে তাদের সংগ্রহ দাঁড়িয়েছিল মাত্র এক পয়েন্ট। স্পেনও ব্রাজিলের মতো এক ড্র আর এক হারে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এ কারণে দুদলের কাছে এ ম্যাচটি ছিল ‘বাঁচা-মরা’র লড়াই। যেখানে শেষ হাসি হেসেছে স্প্যানিশরা।

ম্যাচে দুদলই খেলেছে আক্রমণাত্মক। ব্রাজিল ১৪টি ও স্পেন ১৩টি শট নিয়েছে। তবে ব্রাজিল (৩) থেকে স্পেন লক্ষ্যে শট নিয়েছে বেশি (৬)। লড়াইয়ের ৪৭ মিনিটে দারুণ এক শটে স্পেন লিড নেয় ইকার ব্রাভোর গোলে। শেষে এই গোলেই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে স্পেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত