এএফসি চ্যালেঞ্জ লিগ

দলের পারফরম্যান্সে তুষ্ট নন মারুফুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২: ০০
আবাহনীর কোচ মারুফুল হক

কিরগিজস্তানের ক্লাব মুরাসের কাছে হারের পর দলের পারফরম্যান্সে তুষ্ট নন আবাহনীর কোচ মারুফুল হক। ম্যাচশেষে এই কোচ সরাসরিই বলে দিলেন, ‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট না। আমাদের পরিকল্পনা ছিল ওদের পরিকল্পনা নষ্ট করে আক্রমণে যাব। আমরা গিয়েছিলামও। কিন্তু মিসগুলোর কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’ প্রথম গোল হজমের জন্য আল আমিনকে দায়ী করলেন মারুফুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যোগ্যতর দল হিসেবেই জিতেছে ওরা। আমাদের প্ল্যান প্রথমার্ধে ঠিক ছিল। কিন্তু আল আমিন প্রথমার্ধে খুব বেশি রানিং করাতে শেষ ক্রসটা আটকাতে পারেনি। ওটা আটকানোর কথা ছিল ওর। ওদের আউট সাইট বন্ধ করে রাইটব্যাক। ভেতরের প্লেয়ারের ক্রস আটকানোর কথা ছিল আল আমিনের। কিন্তু প্রথমার্ধের এক্সট্রা এফোর্টের জন্য সময় লেগেছে তার। ওদের স্ট্রং পয়েন্ট ক্রস। ওরা ক্রস করতে পারেনি বেশি। একটা এফেক্টিভ ক্রস ছিল। একটাতেই গোল হয়েছে।’

৩২ মিনিটে ইব্রাহিম গোল করতে পারলে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারত বলে মনে করেন মারুফুল। তিনি বলেন, ‘ইব্রাহিমের গোলটি হলে অবশ্যই ম্যাচের মোড় ঘুরে যেত। তখন ওরা আরো বেশি এফোর্ড দিত। আরো বেশি চাপে পড়ত। আরো বেশি এনগেজমেন্ট থাকত আমাদের হাতে। আরো বেশি কাউন্টার অ্যাটাক হতো।’ তিনি আরো বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাই। আমাদের মোটিভেশনটা থাকে না। সেখান থেকে বের হওয়া কঠিন।

এছাড়া আরেক জিনিস হলো আমার টিমের ডেপথ ওই পর্যায়ে নেই। ব্যাক ম্যানে কামরুলের রিপ্লেসও নেই। ওকে আরো আগে তুলে নেওয়া উচিত ছিল।’ দলের পারফরম্যান্সে হতাশ হলেও মোহামেডান থেকে আসা সুলেমান দিয়াবাতের প্রশংসা করেছেন মারুফুল। তিনি বলেন, ‘সত্যিই সে ভালো স্ট্রাইকার। তার কাজ কী সে জানে। আবাহনীর হয়ে সেটাই সে করেছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত