স্পোর্টস ডেস্ক
পেপ গার্দিওলা নামটির সঙ্গে যেন আধিপত্য, দাপট, প্রভাব শব্দগুলোই বেশ ভালো মানায়। অন্তত বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতে প্রথম আট মৌসুম সেটাই প্রমাণ করেছেন স্প্যানিশ কোচ। গার্দিওলা যে ক্লাবেই গেছেন, অসাধারণ কোচিং দর্শনে সেখানেই গড়েছেন সুখের এবং প্রাপ্তির সংসার। যদিও এবারের মৌসুমটা কথা বলছে না তার হয়ে। একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মৌসুমের শেষদিকে এসে শুধু একটি শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে আছে ম্যানসিটির। তাই মৌসুমটা যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজেভাবে পার হচ্ছে, অকপটে সে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন গার্দিওলা।
তার দায়িত্বে সবশেষ আট মৌসুমের মধ্যে ছয়বারই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। এই কোচের হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় সিটিজেনরা- ২০২৩ সালে। বিপরীত চিত্র এবারের মৌসুমে। অনেক আগেই লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ম্যানসিটি। বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ থেকেও। এত ব্যর্থতার মাঝে ম্যানসিটির আশার প্রদীপ হয়ে টিকে আছে এফএ কাপ। টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে ম্যানসিটি।
এমন হতাশাময় মৌসুমকে নিজের কোচিং দর্শনের সঙ্গে মানানসই মনে করেন না গার্দিওলা। এবারের মৌসুমের অভিজ্ঞতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম পার করছি। এই মৌসুমে আমার দল অনেক বেশি ভুগেছে। জিততে না পারলে মানসিক দিক থেকে সবকিছু কঠিন হয়ে যায়। তাই বলব আমার জন্য তুলনামূলক কঠিন সময় গেছে এবার। আগের মৌসুমগুলোতে আমরা ট্রফি জেতার জন্য লড়াই করেছি। সেসবের তুলনায় এবার আরো বেশি বাজে সময় যাচ্ছে।’
কোচিং ক্যারিয়ারে গার্দিওলার প্রাপ্তি অনেক। এরপরও থামতে চান না তিনি, ‘আমরা সব সময়ই নিজেদের প্রমাণ করে যায়। খেলোয়াড়দের বলতে শুনি, আমরা যা অর্জন করেছি তাতে নিজেদের নতুন করে প্রমাণ করার কিছু নেই। এসব কথা যারা বলে তাদের ফুটবল ছেড়ে দেওয়া উচিত। আমি তাদের সঙ্গে একমত নই।’
পেপ গার্দিওলা নামটির সঙ্গে যেন আধিপত্য, দাপট, প্রভাব শব্দগুলোই বেশ ভালো মানায়। অন্তত বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতে প্রথম আট মৌসুম সেটাই প্রমাণ করেছেন স্প্যানিশ কোচ। গার্দিওলা যে ক্লাবেই গেছেন, অসাধারণ কোচিং দর্শনে সেখানেই গড়েছেন সুখের এবং প্রাপ্তির সংসার। যদিও এবারের মৌসুমটা কথা বলছে না তার হয়ে। একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মৌসুমের শেষদিকে এসে শুধু একটি শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে আছে ম্যানসিটির। তাই মৌসুমটা যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজেভাবে পার হচ্ছে, অকপটে সে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন গার্দিওলা।
তার দায়িত্বে সবশেষ আট মৌসুমের মধ্যে ছয়বারই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। এই কোচের হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় সিটিজেনরা- ২০২৩ সালে। বিপরীত চিত্র এবারের মৌসুমে। অনেক আগেই লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ম্যানসিটি। বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ থেকেও। এত ব্যর্থতার মাঝে ম্যানসিটির আশার প্রদীপ হয়ে টিকে আছে এফএ কাপ। টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে ম্যানসিটি।
এমন হতাশাময় মৌসুমকে নিজের কোচিং দর্শনের সঙ্গে মানানসই মনে করেন না গার্দিওলা। এবারের মৌসুমের অভিজ্ঞতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম পার করছি। এই মৌসুমে আমার দল অনেক বেশি ভুগেছে। জিততে না পারলে মানসিক দিক থেকে সবকিছু কঠিন হয়ে যায়। তাই বলব আমার জন্য তুলনামূলক কঠিন সময় গেছে এবার। আগের মৌসুমগুলোতে আমরা ট্রফি জেতার জন্য লড়াই করেছি। সেসবের তুলনায় এবার আরো বেশি বাজে সময় যাচ্ছে।’
কোচিং ক্যারিয়ারে গার্দিওলার প্রাপ্তি অনেক। এরপরও থামতে চান না তিনি, ‘আমরা সব সময়ই নিজেদের প্রমাণ করে যায়। খেলোয়াড়দের বলতে শুনি, আমরা যা অর্জন করেছি তাতে নিজেদের নতুন করে প্রমাণ করার কিছু নেই। এসব কথা যারা বলে তাদের ফুটবল ছেড়ে দেওয়া উচিত। আমি তাদের সঙ্গে একমত নই।’
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে