এফআইএইচ হকি মেনস জুনিয়র ওয়ার্ল্ড কাপে ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাইলফলক যোগ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দলের অধিনায়ক আমিরুল ইসলাম। টুর্নামেন্টে রেকর্ড পাঁচটি হ্যাট্রিকসহ সর্বমোট ১৮ গোল করে চূড়ান্তভাবে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন তিনি।
হকির মতো অলিখিতভাবে উপেক্ষিত একটি খেলায় আন্তর্জাতিক মঞ্চে এমন পারফরম্যান্স বাংলাদেশের ক্ষেত্রে বিরল উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন- ক্রিকেট বা ফুটবলের আলোচনার ভিড়ে এমন এক সাফল্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে ঐতিহাসিক এ অর্জনের জন্য আমিরুল ইসলামসহ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘যুব হকি বিশ্বকাপ ২০২৫’-এ “চ্যালেঞ্জার্স কাপ” জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব হকি প্রতিযোগিতায় শিরোপা এনে ইতিহাস তৈরি করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতের আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের জয় তরুণ সমাজকে হকি খেলায় আরও আকৃষ্ট করবে এবং ভবিষ্যতে পেশা হিসেবে খেলাধুলায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে। দলটির একজন সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদুর রহমান (সাজু) অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- দেশের যুবশক্তিকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এ অর্জন “দেশ গড়ার পরিকল্পনা” বাস্তবায়নে উৎসাহ যোগাবে।

