স্পোর্টস ডেস্ক
রাশিয়ার মাটিতে ফুটবলের বিশ্বমঞ্চে সবশেষ দেখা গিয়েছিল মিসরকে। এরপর কাটতে যাচ্ছে আটটি বছর। মাঝে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি আফ্রিকার দেশটি, যে কারণে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠেয় ফুটবলের মহাযজ্ঞে অংশ নেওয়ার জোর প্রচেষ্টাই চালিয়েছে দেশটি। তার ফলও পেয়েছে তারা। সুবাদে দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে মিসর। বুধবার রাতে কাসাব্লাঙ্কায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপসেরা হয়েছে তারা। তাতেই ২০২৬ বিশ্বকাপে নাম লিখিয়েছে মোহাম্মদ সালাহর দল।
লিভারপুলের তারকা ফরোয়ার্ড এই জয়ে উপহার দেন জোড়া গোল।
জিবুতির বিপক্ষে জেতায় বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে মিসর। তাতে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সালাহরা। রেকর্ড সাতবারের আফ্রিকান শিরোপাজয়ীরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এ নিয়ে চতুর্থবারের মতো।
মিসর প্রথমবার বিশ্বকাপ খেলে ১৯৩৪ সালে। পরে বিশ্বমঞ্চে অংশ নেয় ১৯৯০ ও ২০১৮ সালে। এ নিয়ে ১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে স্থান করে নেয় মিসর। বিশ্বকাপের আসন্ন আসর বসবে ৪৮ দল নিয়ে। সে হিসাবে বিশ্বকাপের টিকিট কাটতে পারবে আরো ২৭টি দেশ।
বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচ খেলে ২৩ পয়েন্টের সংগ্রহ গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মিসর। দারুণ এ সাফল্যের পথে তারা গোল করে ১৯টি। এর মধ্যে ৯টি গোলই এনে দেন ৩৩ বছরের স্টার ফুটবলার সালাহ। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সর্বোচ্চ স্কোরার সালাহ।
বিশ্বকাপ নিশ্চিত করার পথে রয়েছে ঘানা ও কেপ ভার্দেও। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে ‘আই’ গ্রুপের শীর্ষে থাকা ঘানা। ১২ অক্টোবর শেষ ম্যাচে কমরোসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই বিশ্ব আসরে চলে যাবে ঘানা। মাদাগাস্কার পয়েন্ট হারালে শেষ ম্যাচ হারলেও ঘানা পাবে বিশ্বকাপের টিকিট।
লিবিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় অপেক্ষা দীর্ঘ হয়েছে কেপ ভার্দের। ১৩ অক্টোবর ইসোয়াতিনির বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে খেলতে পারবে দলটি। শেষ ম্যাচে ক্যামেরুন-অ্যাঙ্গোলা ম্যাচ অমীমাংসিত থাকলেই কোনো হিসাব ছাড়া বিশ্বকাপে উঠে যাবে কেপ ভার্দে।
একনজরে
জিবুতি ০-৩ মিসর
রাশিয়ার মাটিতে ফুটবলের বিশ্বমঞ্চে সবশেষ দেখা গিয়েছিল মিসরকে। এরপর কাটতে যাচ্ছে আটটি বছর। মাঝে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি আফ্রিকার দেশটি, যে কারণে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠেয় ফুটবলের মহাযজ্ঞে অংশ নেওয়ার জোর প্রচেষ্টাই চালিয়েছে দেশটি। তার ফলও পেয়েছে তারা। সুবাদে দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে মিসর। বুধবার রাতে কাসাব্লাঙ্কায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপসেরা হয়েছে তারা। তাতেই ২০২৬ বিশ্বকাপে নাম লিখিয়েছে মোহাম্মদ সালাহর দল।
লিভারপুলের তারকা ফরোয়ার্ড এই জয়ে উপহার দেন জোড়া গোল।
জিবুতির বিপক্ষে জেতায় বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে মিসর। তাতে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সালাহরা। রেকর্ড সাতবারের আফ্রিকান শিরোপাজয়ীরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এ নিয়ে চতুর্থবারের মতো।
মিসর প্রথমবার বিশ্বকাপ খেলে ১৯৩৪ সালে। পরে বিশ্বমঞ্চে অংশ নেয় ১৯৯০ ও ২০১৮ সালে। এ নিয়ে ১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে স্থান করে নেয় মিসর। বিশ্বকাপের আসন্ন আসর বসবে ৪৮ দল নিয়ে। সে হিসাবে বিশ্বকাপের টিকিট কাটতে পারবে আরো ২৭টি দেশ।
বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচ খেলে ২৩ পয়েন্টের সংগ্রহ গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মিসর। দারুণ এ সাফল্যের পথে তারা গোল করে ১৯টি। এর মধ্যে ৯টি গোলই এনে দেন ৩৩ বছরের স্টার ফুটবলার সালাহ। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সর্বোচ্চ স্কোরার সালাহ।
বিশ্বকাপ নিশ্চিত করার পথে রয়েছে ঘানা ও কেপ ভার্দেও। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে ‘আই’ গ্রুপের শীর্ষে থাকা ঘানা। ১২ অক্টোবর শেষ ম্যাচে কমরোসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই বিশ্ব আসরে চলে যাবে ঘানা। মাদাগাস্কার পয়েন্ট হারালে শেষ ম্যাচ হারলেও ঘানা পাবে বিশ্বকাপের টিকিট।
লিবিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় অপেক্ষা দীর্ঘ হয়েছে কেপ ভার্দের। ১৩ অক্টোবর ইসোয়াতিনির বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে খেলতে পারবে দলটি। শেষ ম্যাচে ক্যামেরুন-অ্যাঙ্গোলা ম্যাচ অমীমাংসিত থাকলেই কোনো হিসাব ছাড়া বিশ্বকাপে উঠে যাবে কেপ ভার্দে।
একনজরে
জিবুতি ০-৩ মিসর
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে