অভিযোগ অস্বীকার আর্জেন্টাইন তারকার
স্পোর্টস ডেস্ক
মাঠের লড়াইয়ে ঝলক দেখানোই অ্যাঞ্জেল ডি মারিয়ার কাজ। ক্লাব কিংবা জাতীয় দল- তার ফুটবল ম্যাজিকে বিমোহিত হন ভক্ত-অনুরাগীরা। দুর্দান্ত সব পারফরম্যান্সের কারণেই এতদিন খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন এ তারকা প্লেমেকার। ডি মারিয়া এবার খবরের শিরোনামে উঠে এসেছেন বিতর্কে জড়িয়ে।
ইতালিয়ান সেরি এ’তে অবৈধ বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে ডি মারিয়ার বিরুদ্ধে। এ অভিযোগ নিয়ে চলছে এখন তদন্ত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ সুপারস্টারের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। তাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সাবেক ও বর্তমান আরো ১০ জন ফুটবলার।
তবে ডি মারিয়া ও পারেদেস- দুজনেই অবৈধ বেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বেনফিকার তারকা ফুটবলার ডি মারিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি।’ রোমার ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেসও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিযোগ উড়িয়ে দিয়ে লেখেন, ‘সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি এবং এর সঙ্গে নিজেকে জড়াইনি।’
গত বছর বেটিংয়ে সংশ্লিষ্ট থাকার অপরাধে শাস্তি পেয়েছেন সান্দ্রো তোনাল্লি ও নিকোলো ফাগিওলি নামের দুই ফুটবলার। তাদের ফোন থেকে অ্যাথলেটদের অবৈধ বেটিংয়ের একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে। তারা নিয়মের বাইরে বিভিন্নভাবে নিয়মিতই বেটিং করেছেন। ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেওয়া সেরা দিয়েছে এমন খবর।
তোনাল্লি এসি মিলানে খেলতেন মিডফিল্ডার হিসেবে। এখন খেলেন নিউক্যাসল ইউনাইটেডের জার্সি গায়ে। বেটিংয়ে নিজের আসক্তির কথা স্বীকার করে ২৪ বছরের এ ফুটবলার নিষিদ্ধ হন ১০ মাসের জন্য। আর জুভেন্টাস থেকে ফাগিওলি ধারে গেছেন ফিওরেন্তিনায়। বেটিংয়ে সংশ্লিষ্টতার অপরাধে গত বছর সাত মাস নিষিদ্ধ হন ফাগিওলি। জুভেন্টাসে ডি মারিয়া ও পারেদেসের সতীর্থ ছিলেন তিনি। এ কারণেই বিতর্কে জড়িয়েছে দুজনের নাম।
মাঠের লড়াইয়ে ঝলক দেখানোই অ্যাঞ্জেল ডি মারিয়ার কাজ। ক্লাব কিংবা জাতীয় দল- তার ফুটবল ম্যাজিকে বিমোহিত হন ভক্ত-অনুরাগীরা। দুর্দান্ত সব পারফরম্যান্সের কারণেই এতদিন খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন এ তারকা প্লেমেকার। ডি মারিয়া এবার খবরের শিরোনামে উঠে এসেছেন বিতর্কে জড়িয়ে।
ইতালিয়ান সেরি এ’তে অবৈধ বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে ডি মারিয়ার বিরুদ্ধে। এ অভিযোগ নিয়ে চলছে এখন তদন্ত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ সুপারস্টারের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। তাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সাবেক ও বর্তমান আরো ১০ জন ফুটবলার।
তবে ডি মারিয়া ও পারেদেস- দুজনেই অবৈধ বেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বেনফিকার তারকা ফুটবলার ডি মারিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি।’ রোমার ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেসও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিযোগ উড়িয়ে দিয়ে লেখেন, ‘সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি এবং এর সঙ্গে নিজেকে জড়াইনি।’
গত বছর বেটিংয়ে সংশ্লিষ্ট থাকার অপরাধে শাস্তি পেয়েছেন সান্দ্রো তোনাল্লি ও নিকোলো ফাগিওলি নামের দুই ফুটবলার। তাদের ফোন থেকে অ্যাথলেটদের অবৈধ বেটিংয়ের একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে। তারা নিয়মের বাইরে বিভিন্নভাবে নিয়মিতই বেটিং করেছেন। ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেওয়া সেরা দিয়েছে এমন খবর।
তোনাল্লি এসি মিলানে খেলতেন মিডফিল্ডার হিসেবে। এখন খেলেন নিউক্যাসল ইউনাইটেডের জার্সি গায়ে। বেটিংয়ে নিজের আসক্তির কথা স্বীকার করে ২৪ বছরের এ ফুটবলার নিষিদ্ধ হন ১০ মাসের জন্য। আর জুভেন্টাস থেকে ফাগিওলি ধারে গেছেন ফিওরেন্তিনায়। বেটিংয়ে সংশ্লিষ্টতার অপরাধে গত বছর সাত মাস নিষিদ্ধ হন ফাগিওলি। জুভেন্টাসে ডি মারিয়া ও পারেদেসের সতীর্থ ছিলেন তিনি। এ কারণেই বিতর্কে জড়িয়েছে দুজনের নাম।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে