স্পোর্টস ডেস্ক
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যে বাগদান সেরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জর্জিনা বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের বাঁ হাত রাখার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি রাজি। সেটা শুধু এই জীবনে না, আমার সব জন্মেই।’
এই পোস্টের মাধ্যমে জর্জিনা নিশ্চিত করলেন- আংটি উপহার দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও আগেই নিজেদের বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।
প্রেমিকা জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে রোনালদো বলেছিলেন, ‘সঠিক সময়েই আমরা দুজন বিয়ের পর্ব সেরে নেব।’ এবার জর্জিনাকে এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে নিজের দেওয়া কথার দিকে আরো একধাপ এগিয়ে গেলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
যদিও তারা কবে বিয়ের পিঁড়িতে বসবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০১৬ সালে রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু। স্পেনের একটি শো রুমে প্রথমবারের মতো দেখা হয় তাদের।
সে দেখাতেই দুজন দজনকে ভালোবেসে ফেলেন। যদিও শুরুতে নিজেদের প্রেমের বিষয়টি আড়াল করেছেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আনেন এই জুটি।
২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা। ২০২২ সালে এই জুটির ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। পাশাপাশি রোনালদোর আগের সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। সব মিলিয়ে প্রেমিকা জর্জিনাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন রোনালদো। এবার বিয়ে করে নিজেদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেওয়ার অপেক্ষায় তারা।
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যে বাগদান সেরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জর্জিনা বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের বাঁ হাত রাখার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি রাজি। সেটা শুধু এই জীবনে না, আমার সব জন্মেই।’
এই পোস্টের মাধ্যমে জর্জিনা নিশ্চিত করলেন- আংটি উপহার দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও আগেই নিজেদের বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।
প্রেমিকা জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে রোনালদো বলেছিলেন, ‘সঠিক সময়েই আমরা দুজন বিয়ের পর্ব সেরে নেব।’ এবার জর্জিনাকে এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে নিজের দেওয়া কথার দিকে আরো একধাপ এগিয়ে গেলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
যদিও তারা কবে বিয়ের পিঁড়িতে বসবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০১৬ সালে রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু। স্পেনের একটি শো রুমে প্রথমবারের মতো দেখা হয় তাদের।
সে দেখাতেই দুজন দজনকে ভালোবেসে ফেলেন। যদিও শুরুতে নিজেদের প্রেমের বিষয়টি আড়াল করেছেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আনেন এই জুটি।
২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা। ২০২২ সালে এই জুটির ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। পাশাপাশি রোনালদোর আগের সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। সব মিলিয়ে প্রেমিকা জর্জিনাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন রোনালদো। এবার বিয়ে করে নিজেদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেওয়ার অপেক্ষায় তারা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে