ফের ব্রাজিলিয়ান ক্লাবের চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১: ২৯

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের চমক অব্যাহত আছে। গ্রুপ পর্বে একাধিকবার অঘটনের জন্ম দিয়েছে ল্যাটিন আমেরিকান দেশটির ক্লাবগুলো। এবার শেষ ষোলতেও তেমন কিছুরই পুনরাবৃত্তি ঘটল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান।

শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য ছিল ইন্টারের। কিন্তু আসল কাজটাই করতে পারেনি ইতালিয়ান সিরি’এর শীর্ষ ক্লাবটি। বিপরীতে দুই অর্ধে একবার করে জালে বল জড়িয়ে শেষ আটের টিকিট হাতে পেয়েছে ফ্লুমিনেন্স।

বিজ্ঞাপন

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ফ্লুমিনেন্স। তৃতীয় মিনিটে তাদের উৎসবের উপলক্ষ্য এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান ক্যানো। শুরুতে গোল হজম করে অবশ্য ভেঙে পড়েনি ইন্টার। বারবার আক্রমণে যায় সান সিরোর প্রতিনিধিরা। যদিও ফ্লুমিনেন্সের দেয়াল ভেঙে কাঙ্খিত গোল আদায় করে নিতে পারেনি জায়ান্টরা।

উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল হজম করে জায়ান্টরা। ফ্লুমিনেন্সের হয়ে এবার স্কোরশিটে নাম লেখান হারকিউলিস। এই গোলের পর সব আশা ছেড়ে দেয় ইন্টার।

এ নিয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল ফ্লুমিনেন্স। এর আগে স্বদেশী বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে আসরে প্রথম ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে সেরা আটে পৌঁছে যায় পালমেইরাস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত