সাকিবের আরো একটি বাজে দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৩: ০৬

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ৩৭ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭ রান। এবার ব্যাট হাতে আরো বেশি হতাশ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফের সাকিবের ব্যাটিং ব্যর্থতার দিনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে দুবাই।

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার পুঁজিটা ছিল হাতের নাগালেই- ১৩৮ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানে অলআউট হয় দুবাই। পাঁচে ব্যাট করতে নেমে ৫ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করে ফেরেন সাকিব। ফ্রাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকওয়েলা। ২৫ রান আসে সাদিকুল্লাহ অতলের ব্যাট থেকে। দুবাইকে গুঁড়িয়ে দেওয়ার পথে ১২ রানে ৪ উইকেট নেন ইমরান তাহির। এছাড়া রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোটির শিকার দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

এর আগে গায়ানার হয়ে ৪০ রান এনে দেন মঈন আলী। ৩৩ রান করেন শেরফানে রাদারফোর্ড। জুয়েল অ্যান্ড্রুর ব্যাট থেকে আসে ১৬ রান। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান খরচায় বেশ হিসেবি ছিলেন সাকিব- খরচ করেন মাত্র ২১ রান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত