চ্যাম্পিয়নস লিগ

পিএসজির অতিথি আতালান্তা, লিভারপুল সফরে অ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০

চ্যাম্পিয়নস লিগের দামামা বেজে গেছে। শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ। রাতে আয়াক্সের মাঠে অতিথি হতে যাচ্ছে ইন্টার মিলান। শিরোপাধারী পিএসজির মাঠ সফরে যাচ্ছে আতালান্তা। গ্রুপ পর্বের অন্য ম্যাচে অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেলসি।

বিজ্ঞাপন

নিজেদের ইতিহাসের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই)। প্যারিসের জায়ান্ট ক্লাবটির এই যুগের শুরু হয়েছে কোচ লুইস এনরিকের রাজত্বকালে। আজীবন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের খোঁজে থাকা দলটি পেয়েছে তাদের ক্লাব ইতিহাসের সেরা সাফল্য। এনরিকের অভিষেক মৌসুমেই পিএসজি পেয়েছে নিজেদের ঘরোয়া ফুটবলের ডাবল শিরোপা। এ স্প্যানিশ কোচ পরের মৌসুমেই এনে দিয়েছেন ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপ। সাফল্য ছিনিয়ে নেওয়ার মিশনটা শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ে।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে পিএসজির শুরুটা ছিল ধীরগতির। প্যারিসের জায়ান্ট ক্লাবটি লিগ পর্ব পেরিয়ে ইংল্যান্ডের সেরা দলগুলোকে হারিয়ে দাঁড়িয়েছিল ইন্টার মিলানের সামনে। ইতালিয়ান এ জায়ান্ট ক্লাবটিকে তো করে পুরোপুরি বিধ্বস্ত। আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে সর্বকালের সবচেয়ে বড় জয় নিজেদের করে নিয়ে গড়ে রেকর্ড। কেবল নতুনভাবে গড়া ক্লাব বিশ্বকাপই হতাশ করেছে তাদের। ফাইনালে হতবাক করা হারে চুরমার হয়ে যায় অবিশ্বাস্য কোয়াড্রাপল জয়ের স্বপ্ন।

গ্রীষ্মকালীন ছুটি শেষে পিএসজি হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। দারুণ এ জয়ে জিতেছে তারা উয়েফা সুপার কাপ। ট্রফি দিয়ে মৌসুম শুরু করেছে দলটি। পরে ফরাসি লিগেও নতুন মিশন শুরু করেছে। ২০২৫-২৬ মৌসুমের সূচনায় দুটি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে। আর এফসি তুলোর জালে দিয়েছে তারা ছয় গোল। সবশেষ ম্যাচে ব্র্যাডলি বারকোলার জোড়া গোলে পার্ক দেস প্রিন্সেসে লেন্সকে ২-০ গোলে ধরাশায়ী করেছে পিএসজি। যেখানে লেস প্যারিসিয়েনরা আজ তাদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করতে যাচ্ছে।

এর আগে পিএসজি মাত্র একবার আতালান্তার মুখোমুখি হয়েছিল। দুদল প্রথমবার একে অন্যকে মোকাবিলা করেছিল ২০২০ সালে। সেবারের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছিল পিএসজি। কোভিড-১৯ বিধি-নিষেধের কারণে লিসবনে একমাত্র ম্যাচটি খেলেছিল তারা। আজ বুধবার রাতেও ফরাসি চ্যাম্পিয়নরা সেই ম্যাচেরই পুনর্মঞ্চায়ন করতে চায়।

এদিকে ইয়ুর্গেন ক্লপের হাত থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর নতুন কোনো ইতিহাসের লিখতে পারেনি কেউ। লিভারপুল কোচ আর্নে স্লট দ্য রেডসের চতুর্থ প্রিমিয়ার লিগ ম্যাচে আরেকটি ইংলিশ ফুটবল রেকর্ড গড়েছেন, যদিও এর ইতিবাচক ও নেতিবাচক- দুটোই অর্থবহ করে।

রোববার বার্নলির দুর্ভেদ্য রক্ষণ ভাঙে লিভারপুল ম্যাচের ৯৫ মিনিটে। লড়াইয়ে কালজয়ী মোহাম্মদ সালাহ পেনাল্টি স্পটকিক থেকে ১-০ ব্যবধানে জয়ের নায়ক বনে গিয়েছিলেন। চ্যাম্পিয়নরা শেষ ১০ মিনিটে জয়সূচক গোলের মাধ্যমে টানা চারটি জয় ছিনিয়ে নেওয়া প্রথম প্রিমিয়ার লিগ ক্লাব বনে গেছে তারা।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল দ্য রেড শিবির। ইউরোপীয় ফুটবলে লিভারপুল নিজেদের ভুল শুধরে নিতে চায়। আজ শুরু করতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টে পেতে চায় সাফল্যের দেখা।

মুখোমুখি

আয়াক্স-ইন্টার মিলান

পিএসজি-আতালান্তা

লিভারপুল-অ্যাটলেটিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ-চেলসি

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত