স্পোর্টস ডেস্ক
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। বেশ কয়েকবার ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও ঘটেছে। সেদিক থেকে ব্যতিক্রম ছিল সান ফ্রান্সিসকো ইউরিকর্নস ও টেক্সাস সুপার কিংসের ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ১৪৮ রান করে সান ফ্রান্সিসকো। এরপরও ১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে টেক্সাসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য তাই শেষ ৫ ওভারে ৬৪ রান করতে হতো টেক্সাসকে। এমন সমীকরণে ৬২ রানের বেশি করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল টেক্সাসের। জাভিয়ের বার্টলেটের করা সে ওভার থেকে ১১ রানের বেশি নিতে পারেনি তারা।
বাজে শুরুর পর টেক্সাসের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডনোভ্যান ফেরেইরা। ২০ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৪ রান করেন সেইতেজা মোক্কামাল্লা। ২৮ রান করেন শুভম রানজানে।
এর আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। ৪০ রান এনে দেন হাসান খান। ২৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস : ১৪৮/৬ (২০ ওভার); শর্ট ৮০, হাসান ৪০;
স্টয়নিস ৩/৩২
টেক্সাস সুপার কিংস : ১৪৭/৭ (২০ ওভার); ফেরেইরা ৩৯, মোক্কামাল্লা ৩৪; ব্রডি ২/২৬
ফল : সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১ রানে জয়ী
ম্যাচসেরা : ম্যাথু শর্ট
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। বেশ কয়েকবার ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও ঘটেছে। সেদিক থেকে ব্যতিক্রম ছিল সান ফ্রান্সিসকো ইউরিকর্নস ও টেক্সাস সুপার কিংসের ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ১৪৮ রান করে সান ফ্রান্সিসকো। এরপরও ১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে টেক্সাসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য তাই শেষ ৫ ওভারে ৬৪ রান করতে হতো টেক্সাসকে। এমন সমীকরণে ৬২ রানের বেশি করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল টেক্সাসের। জাভিয়ের বার্টলেটের করা সে ওভার থেকে ১১ রানের বেশি নিতে পারেনি তারা।
বাজে শুরুর পর টেক্সাসের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডনোভ্যান ফেরেইরা। ২০ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৪ রান করেন সেইতেজা মোক্কামাল্লা। ২৮ রান করেন শুভম রানজানে।
এর আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। ৪০ রান এনে দেন হাসান খান। ২৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস : ১৪৮/৬ (২০ ওভার); শর্ট ৮০, হাসান ৪০;
স্টয়নিস ৩/৩২
টেক্সাস সুপার কিংস : ১৪৭/৭ (২০ ওভার); ফেরেইরা ৩৯, মোক্কামাল্লা ৩৪; ব্রডি ২/২৬
ফল : সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১ রানে জয়ী
ম্যাচসেরা : ম্যাথু শর্ট
ওয়ানডে সিরিজ হারের ক্ষত না শুকাতেই আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরীক্ষায় মাঠে নামছে বাংলাদেশ।
২৬ মিনিট আগেএশিয়া কাপের বাছাই পর্বের মিশন শেষ না হতেই আরেকটি টুর্নামেন্টে শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামীকাল (১১ জুলাই) থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।
১ ঘণ্টা আগেসাম্প্রতিক সিরিজগুলোতে ফলাফল শুধু হতাশাজনকই নয়, বরং দলের ভেতরের কাঠামোগত দুর্বলতাও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা বারবার দলকে ডোবাচ্ছে। অভিজ্ঞতা ও স্থিতির অভাব, একাধিক ব্যাটারের ফর্মহীনতা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ইনিংস সাজাতে না পারার ব্যর্থতা এবং চাপের মুহূর্তে সিদ্ধান্তহীন
২ ঘণ্টা আগে