স্পোর্টস ডেস্ক
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। বেশ কয়েকবার ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও ঘটেছে। সেদিক থেকে ব্যতিক্রম ছিল সান ফ্রান্সিসকো ইউরিকর্নস ও টেক্সাস সুপার কিংসের ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ১৪৮ রান করে সান ফ্রান্সিসকো। এরপরও ১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে টেক্সাসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য তাই শেষ ৫ ওভারে ৬৪ রান করতে হতো টেক্সাসকে। এমন সমীকরণে ৬২ রানের বেশি করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল টেক্সাসের। জাভিয়ের বার্টলেটের করা সে ওভার থেকে ১১ রানের বেশি নিতে পারেনি তারা।
বাজে শুরুর পর টেক্সাসের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডনোভ্যান ফেরেইরা। ২০ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৪ রান করেন সেইতেজা মোক্কামাল্লা। ২৮ রান করেন শুভম রানজানে।
এর আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। ৪০ রান এনে দেন হাসান খান। ২৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস : ১৪৮/৬ (২০ ওভার); শর্ট ৮০, হাসান ৪০;
স্টয়নিস ৩/৩২
টেক্সাস সুপার কিংস : ১৪৭/৭ (২০ ওভার); ফেরেইরা ৩৯, মোক্কামাল্লা ৩৪; ব্রডি ২/২৬
ফল : সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১ রানে জয়ী
ম্যাচসেরা : ম্যাথু শর্ট
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। বেশ কয়েকবার ২০০ রান তাড়া করে জয়ের ঘটনাও ঘটেছে। সেদিক থেকে ব্যতিক্রম ছিল সান ফ্রান্সিসকো ইউরিকর্নস ও টেক্সাস সুপার কিংসের ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ১৪৮ রান করে সান ফ্রান্সিসকো। এরপরও ১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে টেক্সাসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য তাই শেষ ৫ ওভারে ৬৪ রান করতে হতো টেক্সাসকে। এমন সমীকরণে ৬২ রানের বেশি করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল টেক্সাসের। জাভিয়ের বার্টলেটের করা সে ওভার থেকে ১১ রানের বেশি নিতে পারেনি তারা।
বাজে শুরুর পর টেক্সাসের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডনোভ্যান ফেরেইরা। ২০ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৯ বলে ৩৪ রান করেন সেইতেজা মোক্কামাল্লা। ২৮ রান করেন শুভম রানজানে।
এর আগে সান ফ্রান্সিসকোর হয়ে ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। ৪০ রান এনে দেন হাসান খান। ২৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস : ১৪৮/৬ (২০ ওভার); শর্ট ৮০, হাসান ৪০;
স্টয়নিস ৩/৩২
টেক্সাস সুপার কিংস : ১৪৭/৭ (২০ ওভার); ফেরেইরা ৩৯, মোক্কামাল্লা ৩৪; ব্রডি ২/২৬
ফল : সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১ রানে জয়ী
ম্যাচসেরা : ম্যাথু শর্ট
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে