সৌদি প্রো লিগে আল নাসরের নতুন বছরের শুরুটা হলো খুব বাজে। টানা ১০ জয়ের রেকর্ড করা আল নাসর এবার হেরেই বসল! তাদের হারের স্বাদ দিয়েছে আল আহলি। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নিষ্প্রভ থাকার ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর।
ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানের জোড়া গোল আর মেরিহ দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি। নাসরের হয়ে গোল দুটি করেন আব্দুল্লাহ আল-আমরি।
ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করেন টোনি। ২০তম মিনিটে নিজের অর্ধ থেকে আসা একটি লম্বা পাসে দৌড়ে গিয়ে আল নাসরের গোলরক্ষক নাওয়াফ আল আকিদিকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন এ ইংলিশ ফরোয়ার্ড।
৩০তম মিনিটে সেন্টারব্যাক আল আমরির দূরপাল্লার এক শট আল আহলির গোলরক্ষক আবদুর রহমান আল সানবির পা ফসকে জালে ঢুকে যায়। বিরতির ঠিক আগে মার্সেলো ব্রোজোভিচের কর্নার থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান আল আমরি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নেয় স্বাগতিকেরা। ৫৩তম মিনিটে মাতেউস গনসালভেসের ফ্রিকিক টোনির পা হয়ে দেমিরালের শটে জাল খুঁজে নেয়। এরপর বল দখলে এগিয়ে থাকলেও আল নাসর তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।
সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচ পর হারের স্বাদ পেল আল নাসর। আল আহলির বিপক্ষে হারের আগে ১০ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ছিল ৩১।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

