ব্রাজিলিয়ান ক্লাবের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১১: ১১
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১: ২৩

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই একের পর এক দারুণ সব চমক উপহার দিয়ে আসছিল ফ্লুমিনেন্স। তাই তাদের নিয়ে বড় স্বপ্নই দেখছিল ভক্তরা। যদিও বাস্তবতার বিচারে অবশেষে থামতে হলো তাদের। শেষ চারে ব্রাজিলিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটল চেলসি।

মেটলাইফ স্টেডিয়ামে ঘরের ছেলের কাছেই হেরেছে ফ্লুমিনেন্স। চেলসির হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোল দুটি করেন জোয়াও পেদ্রো। ২০১৯ সালে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পেশার ক্যারিয়ার শুরু হয়েছিল ফ্লুমিনেন্স দিয়েই। এরপর ওয়াটফোর্ড ও ব্রাইটন হয়ে কিছুদিন আগে চেলসিতে নাম লেখান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার সপ্তাহখানেকের মাথায় ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচটি দিয়ে জায়গা পান শুরুর একাদশে। তাতেই বাজিমাত করলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

বিজ্ঞাপন

দুই অর্ধে একবার করে জালের দেখা পান পেদ্রো। যদিও সাবেক ক্লাবের সম্মানে কোনো উদযাপন করেননি। ১৮ মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যায় চেলসি। প্রতিপক্ষের ডি বক্সের বাঁ পাশে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন পেদ্রো। ৫৬ মিনিটে সতীর্থ এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। দুইবার পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টাই করে ফ্লুমিনেন্স। যদিও তাদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত