আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দুই অধিনায়কের নো হ্যান্ডশেক অনিচ্ছাকৃত

স্পোর্টস রিপোর্টার

দুই অধিনায়কের নো হ্যান্ডশেক অনিচ্ছাকৃত

নো হ্যান্ডশেক এখন আর নতুন কিছু নয়। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নো হ্যান্ডশেক বিতর্ক। তবে বিতর্কটা শুধু চিরশত্রু দুই প্রতিবেশী দেশের বেলাতেই যায়। তবে অবাক করার বিষয় হচ্ছে, এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। ঘটনাটা আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। ম্যাচে টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। হাত মেলানোর রীতি থাকলেও দুজনে একে অপরকে এড়িয়ে গেছেন।

বিজ্ঞাপন

প্রাথমিক অবস্থায় কোনো দলের সিদ্ধান্তে হ্যান্ডশেকের রীতি মানা হয়নি, তা স্পষ্ট ছিল না। তবে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ক্ষণিকের জন্য মনোযোগের অভাবের ফলে এমনটা ঘটেছে। প্রতিপক্ষ দলের প্রতি অভদ্রতা বা অবজ্ঞা প্রদর্শনের কোনো উদ্দেশ্য ছিল না। এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের অসুস্থতার কারণে টসের সময় মাঠে আবরারকে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ-ভারত, দুদলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন এক সময়ে, যখন দুই প্রতিবেশীর কূটনৈতিক সম্পর্কটা এখন যারপরনাই শীতল। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচের সূচি রাখা হয়েছে ভারতের মাঠে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কার মাঠে।

হিন্দু উগ্রপন্থিদের চাপে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাই রাইডার্স (কেকেআর)। এতেই ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’-এ ভারতে নিরাপত্তা শঙ্কার কথার কথা উল্লেখ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন