স্পোর্টস ডেস্ক
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের শিরোপা জিতল এমআই নিউইয়র্ক। ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে নিকোলাস পুরান অ্যান্ড কোং।
গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮০ রান তোলে নিউইয়র্ক। জবাবে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার ছিল ওয়াশিংটনের। ১৮তম ওভারে ১৭ রান তোলে ম্যাচে টিকে থাকে ফ্রাঞ্চাইজিটি। ১৮তম ওভারে ১২ রান করে তারা। তাই শেষ ওভারে ১২ রানের সমীকরণ ছিল ওয়াশিংটনের সামনে। রুশিল উগারকারের করা সে ওভারে ৬ রানের বেশি করতে পারেনি দলটি।
ওয়াশিংটনের হয়ে ৪১ বলে ৭০ রান করেন রাচিন রবীন্দ্র। ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। জ্যাক এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩৩ রান। সমান ৩২ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন উগারকার ও ট্রেন্ট বোল্ট। এর আগে কুইন্টন ডি ককের ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউইয়র্ক। ৪৬ বলে ৭৭ রান এনে দেন ডি কক। ২৮ রান আসে মোনাঙ্ক প্যাটেলের ব্যাট থেকে। কুনারজিত সিংয়ের অবদান ২২ রান। ২১ রানে ৩ উইকেট নেন লুকি ফার্গুসন।
সংক্ষিপ্ত স্কোর:
এমআই নিউইয়র্ক: ১৮০/৭ (২০ ওভার); ডি কক ৭৭, প্যাটেল ২৮; ফার্গুসন ৩/২১
ওয়াশিংটন ফ্রিডম ১৭৫/৫ (২০ ওভার); রবীন্দ্র ৭০, ফিলিপস ৪৮*; উগারকার ২/৩২
ফল: নিউইয়র্ক ৫ রানে জয়ী
ম্যাচসেরা: রুশিল উগারকার
টুর্নামেন্ট সেরা: মিচেল ওয়েন
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের শিরোপা জিতল এমআই নিউইয়র্ক। ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে নিকোলাস পুরান অ্যান্ড কোং।
গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮০ রান তোলে নিউইয়র্ক। জবাবে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার ছিল ওয়াশিংটনের। ১৮তম ওভারে ১৭ রান তোলে ম্যাচে টিকে থাকে ফ্রাঞ্চাইজিটি। ১৮তম ওভারে ১২ রান করে তারা। তাই শেষ ওভারে ১২ রানের সমীকরণ ছিল ওয়াশিংটনের সামনে। রুশিল উগারকারের করা সে ওভারে ৬ রানের বেশি করতে পারেনি দলটি।
ওয়াশিংটনের হয়ে ৪১ বলে ৭০ রান করেন রাচিন রবীন্দ্র। ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। জ্যাক এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩৩ রান। সমান ৩২ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন উগারকার ও ট্রেন্ট বোল্ট। এর আগে কুইন্টন ডি ককের ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউইয়র্ক। ৪৬ বলে ৭৭ রান এনে দেন ডি কক। ২৮ রান আসে মোনাঙ্ক প্যাটেলের ব্যাট থেকে। কুনারজিত সিংয়ের অবদান ২২ রান। ২১ রানে ৩ উইকেট নেন লুকি ফার্গুসন।
সংক্ষিপ্ত স্কোর:
এমআই নিউইয়র্ক: ১৮০/৭ (২০ ওভার); ডি কক ৭৭, প্যাটেল ২৮; ফার্গুসন ৩/২১
ওয়াশিংটন ফ্রিডম ১৭৫/৫ (২০ ওভার); রবীন্দ্র ৭০, ফিলিপস ৪৮*; উগারকার ২/৩২
ফল: নিউইয়র্ক ৫ রানে জয়ী
ম্যাচসেরা: রুশিল উগারকার
টুর্নামেন্ট সেরা: মিচেল ওয়েন
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে