আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেজর লিগের শিরোপা জিতল নিউইয়র্ক

স্পোর্টস ডেস্ক

মেজর লিগের শিরোপা জিতল নিউইয়র্ক

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের শিরোপা জিতল এমআই নিউইয়র্ক। ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে নিকোলাস পুরান অ্যান্ড কোং।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮০ রান তোলে নিউইয়র্ক। জবাবে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার ছিল ওয়াশিংটনের। ১৮তম ওভারে ১৭ রান তোলে ম্যাচে টিকে থাকে ফ্রাঞ্চাইজিটি। ১৮তম ওভারে ১২ রান করে তারা। তাই শেষ ওভারে ১২ রানের সমীকরণ ছিল ওয়াশিংটনের সামনে। রুশিল উগারকারের করা সে ওভারে ৬ রানের বেশি করতে পারেনি দলটি।

বিজ্ঞাপন

ওয়াশিংটনের হয়ে ৪১ বলে ৭০ রান করেন রাচিন রবীন্দ্র। ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। জ্যাক এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩৩ রান। সমান ৩২ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন উগারকার ও ট্রেন্ট বোল্ট। এর আগে কুইন্টন ডি ককের ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউইয়র্ক। ৪৬ বলে ৭৭ রান এনে দেন ডি কক। ২৮ রান আসে মোনাঙ্ক প্যাটেলের ব্যাট থেকে। কুনারজিত সিংয়ের অবদান ২২ রান। ২১ রানে ৩ উইকেট নেন লুকি ফার্গুসন।

সংক্ষিপ্ত স্কোর:

এমআই নিউইয়র্ক: ১৮০/৭ (২০ ওভার); ডি কক ৭৭, প্যাটেল ২৮; ফার্গুসন ৩/২১

ওয়াশিংটন ফ্রিডম ১৭৫/৫ (২০ ওভার); রবীন্দ্র ৭০, ফিলিপস ৪৮*; উগারকার ২/৩২

ফল: নিউইয়র্ক ৫ রানে জয়ী

ম্যাচসেরা: রুশিল উগারকার

টুর্নামেন্ট সেরা: মিচেল ওয়েন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন