দেশের নাম ব্যবহারে পিসিবির নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪: ৩৪

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দুইবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ বয়কট করেছে ভারতের চ্যাম্পিয়নরা। এই ইস্যুতে এবার বিভিন্ন আনঅফিসিয়াল লিগে পাকিস্তানের নাম ব্যবধার নিষিদ্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ডব্লিউসিএলের গ্রুপ পর্বের ম্যাচে শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শোয়েব মাকসুদদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান শিখর ধাওয়ানসহ ভারতের আরো বেশ কয়েকজন ক্রিকেটার। তাই ম্যাচটি আর মাঠে গড়ায়নি। সবশেষ সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি ভারত। তাই কোনো লড়াই ছাড়াই ফাইনালে পা রাখে পাকিস্তান।

বিজ্ঞাপন

ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানের নাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তাই এখন থেকে অনুমতি ছাড়া কোনো লিগে পাকিস্তানের নাম ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পিসিবি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘পরিচালনা পর্ষদের সবশেষ সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে আনঅফিসিয়াল কোনো টুর্নামেন্টে পাকিস্তানের নাম ব্যবহার করা যাবে না। পিসিবি মনে করে যে ডব্লিউসিএলে ভারত দুইবার ম্যাচ বাতিল করায় পাকিস্তানের নাম ক্ষুণ্ণ হয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভবিষ্যতে ছোট খাটো কোনো লিগে অনুমতি ছাড়া পাকিস্তানের নাম ব্যবহার করলে পিসিবি আইনি ব্যবস্থা নেবে। সবকিছু বিবেচনা করার পর দেশের নাম ব্যবহার অনুমতি দেওয়া হবে কিনা সেটা কেবলই পিসিবিরি ওপর নির্ভর করবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত