বেপরোয়া দর্শকদের কারণে পিএসজিকে ‘জরিমানা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২: ৩৯

নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় উদযাপনে শৃঙ্খলা ধরে রাখতে পারেনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ভক্তরা। বেশ বেপরোয়াভাবেই প্রিয় দলের ইউরোপের সবচেয়ে বড় শিরোপা জয় উদযাপন করেছে দর্শকরা। এজন্য জরিমানার কবলে পড়েছে ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গত ১ জুন আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচটিতে সান সিরোর ক্লাবটিকে কোনো রকম পাত্তা না দিয়ে ৫-০ গোলে বিধ্বস্ত করে লুইস এনরিকের শিষ্যরা। সে ম্যাচে দর্শকদের অতিরিক্ত উচ্ছ্বাস ও অসদাচরণের কারণে পিএসজিকে প্রায় এক লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফূটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

আলিয়াঞ্জ অ্যারেনায় সে ম্যাচের শেষ বাঁশি বাজতেই নিয়ম নীতির তোয়াক্কা না করে গোলপোস্টের পেছনের গ্যালারি থেকে পিএসজির হাজার হাজার দর্শক মাঠে প্রবেশ করেন। এতো সংখ্যক দর্শকদের সামাল দিতে ব্যর্থ হন নিরাপত্তারক্ষীরা। উয়েফার দাবি- মাঠে ঢুকে পিএসজির দর্শকরা বিভিন্ন বস্তু ছুঁড়ে মারে, আতশবাজি জ্বালায়, অনুপযুক্ত বার্তা প্রদর্শন করে টার্ফের কিছু অংশ তুলে নিয়ে যায়।

মূলত মাঠে প্রবেশ ও আতশবাজি জ্বালানোর কারণেই সবচেয়ে বড় জরিমানা করা হয়েছে পিএসজিকে। আর্থিক জরিমানার পাশাপাশি পিএসজিকে উয়েফার প্রতিযোগিতায় যেকোনো একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও আগামী দুই বছর সে শাস্তি কার্যকর হবে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত