আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিমিয়ার লিগ

শেষদিনে নির্ধারণ হবে রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার

শেষদিনে নির্ধারণ হবে রানার্সআপ

প্রিমিয়ার লিগের শেষ দিকে যেন খেই হারিয়ে ফেলছে আবাহনী লিমিটেড। আবার ড্র করেছে দলটি। শনিবার কুমিল্লার মাঠে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৬৪ মিনিটে ওগবাহের গোলে এগিয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বোয়েটাংয়ের গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে রহমতগঞ্জ। এই ডয়ে এবারের মৌসুমে রানার্সআপ ট্রফি জয়ের ক্ষেত্রে আবাহনীর সামনে সমীকরণ কঠিন হয়ে যাচ্ছে। ১৭তম রাউন্ড শেষে আবাহনী অর্জন ৩২ পয়েন্ট। তাদের ঠিক পেছনে রয়েছে বসুন্ধরা কিংস। ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ১৭ ম্যাচে তাদের অর্জন ২৯ পয়েন্ট। রহমতগঞ্জের অর্জন ২৭ পয়েন্ট। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ এফসি। এ জয়ে তাদের অর্জনও এখন ২৭ পয়েন্ট। ক্লাব লাইসেন্সিং জটিলতায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা নিয়ে শঙ্কা রয়েছে মোহামেডানের। যে দল লিগের রানার্সআপ হবে,তাদের চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। এ কারণে লিগের রানার্সআপ ট্রফি জয়ের গুরুত্ব বেড়ে গেছে। এই লড়াইয়ে এগিয়ে রয়েছে আবাহনী ও কিংস। লিগের আঠারতম ও শেষ রাউন্ডের খেলায় রানার্সআপ জয়ী দল নির্ধারিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...