ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল দুরন্ত বোলিংয়ে। বল হাতে পেস ঝড় তোলেন কেমার রোচ, অভিষিক্ত ওজে শিল্ডস আর জাস্টিন গ্রেভস। ত্রয়ীর আগুনে বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ক্যারিবীয় বোলিং তোপ সামলে ব্যাটিংয়ে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন কেন উইলিয়ামসন ও মাইকেল ব্রেসওয়েল। সম্মানজনক স্কোর এনে দিয়ে কিউই শিবিরে বইয়ে দেন স্বস্তির পরশ। দুজনের ব্যাটিং নৈপুণ্যের সুবাদেই ক্রাইস্টচার্চে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অন্যথায় অল্প সংগ্রহেই গুটি যেতে পারতো টম লাথামরা।
হ্যাগলি ওভালে স্বাগতিকদের উইকেট পতনের শুরু প্রথম ওভারেই। ওপেনার ডেভন কনওয়েকে শূন্য রানে ফেরান কেমার রোচ। দলীয় স্কোরে মাত্র ১ রান যোগ হয়েছে তখন। চাপটা সামলে উঠেন কেন উইলিয়াসন। প্রায় এক বছর পর টেস্টে ফিরে হাঁকান দারুণ এক ফিফটি।
ওয়ানডাউনে নেমে ১০২ বলে ৬ বাউন্ডারিতে উইলিয়ামসন উপহার দেন ৫২ রানের চমৎকার এক ইনিংস। অধিনায়ক টম লাথামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৭৯ বলে গড়েন ৯৩ রানের জুটি। সাবেক এ কিউই অধিনায়ক ফেরার পর মড়ক লেগে যায় ব্ল্যাক ক্যাপস শিবিরের ব্যাটিং লাইন-আপে। ২৬ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারিয়ে ফেলে চারটি উইকেট। দলীয় ১২০ রানে নাই হয়ে যায় তাদের পঞ্চম উইকেট।
পরে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান ব্রাসওয়েল। দারুণ ব্যাটিংয়ের পরও মাত্র ৩ রানে জন্য মিস করেন হাফসেঞ্চুরি। ৭৩ বলে ৬ বাউন্ডারিতে যোগ করেন ৪৭ রান। টম ব্লান্ডেল ২৯, লাথাম ২৪ আর নাথান স্মিথ ২৩ রান এনে দেন। উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন রোচ, শিল্ডস ও গ্রেভস।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৩১/৯, ৭০ ওভার (উইলিয়ামসন ৫২, ব্রেসওয়েল ৪৭, লাথাম ২৪, স্মিথ ২৩; শিল্ডস ২/৩৪, গ্রিভস ২/৩৫ ও রোচ ২/৪৭)। *প্রথম দিন শেষে

