আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানইউকে জেতালেন দিয়ালো

স্পোর্টস রিপোর্টার

দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানইউকে জেতালেন দিয়ালো

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে সিংহভাগ সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। রেড ডেভিলদের এই জয়ের নায়ক আমাদ দিয়ালো। ১২ মিনিটের মধ্যে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন তিনি।

বিজ্ঞাপন

নিজেদের দুর্গ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে ম্যানইউ। যদিও ভালো ফিনিশিংয়ের অভাবে কোনোভাবেই গোলমুখ খুলতে পারছিল না। উলটো ৪২ মিনিটে আত্মঘাতী গোলে স্বাগতিকরাই পিছিয়ে পড়ে। কর্নার থেকে উড়ে আসা বল ম্যানইউ'র মিডফিল্ডার উগার্তের পিঠে লেগে জালে জড়ায়।

বারবার সাউদাম্পটনের গোলমুখে ব্যর্থ হওয়ায় ৮১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ম্যানইউ। অবশেষে ৮২ মিনিটে দিয়ালোর প্রথম গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দ্বিতীয় গোল করেন এই উইঙ্গার। যোগ করা সময়ে দলের এবং নিজের তৃতীয় গোল করেন দিয়ালো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন