বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে অশ্বিনের মুক্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২৩: ৩৮

অবশেষে বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) তার নামে যে অভিযোগ উঠেছিল, সেটি প্রমাণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি মাদুরাই প্যান্থার্স।

বিজ্ঞাপন

গত ১৪ জুন ম্যাচ শেষে দলটির কোচ শিজিত চন্দ্রন অভিযোগ করেন, রাসায়নিক ব্যবহার করা তোয়ালে দিয়ে বলের প্রকৃত অবস্থা বদলে দেন অশ্বিন।

যে কারণে পাওয়ার প্লেতে ব্যাটাররা ঠিকমতো শট খেলতে পারেননি। বলের আচরণ ছিল অস্বাভাবিক। তবে লিগ কর্তৃপক্ষ জানায়, এমন কোনো প্রমাণ পায়নি তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত