আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড আনচেলত্তির

স্পেনে কর ফাঁকির মামলায় কার্লো আনচেলত্তি ফেঁসে গেছেন আগেই। অভিযোগ অস্বীকার করে এসেছেন সব সময়। কিন্তু তবুও পার পেলেন না। এবার পেলেন শাস্তি। তা আবার স্পেন ছেড়ে ব্রাজিলে পাড়ি জমানোর পর। পুরোনো মামলাটিতে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের এক আদালত।

তবে ব্রাজিল কোচ আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না। কারণ স্পেনে অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে কাউকে জেলে যেতে হয় না।

বিজ্ঞাপন

আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করা হয় ২০১৪ সালে; প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে। স্পেনের কর কার্যালয় জানায়, ২০১৪-২০১৫ সাল পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করলেও কর দেননি।


গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড চেয়ে আদালতের দ্বারস্থ হন স্পেনের সরকারি কৌঁসুলিরা। সঙ্গে তাকে ৩২ লাখ ইউরো জরিমানা করার আর্জিও জানান তারা। অভিযোগে বলা হয়, আনচেলত্তি শুধু ক্লাবে পাওয়া বেতন থেকে আয়ের কথা জানিয়েছেন। ট্যাক্স রিটার্নে ইমেজ-স্বত্ব থেকে আয়টা প্রদর্শন করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন