ডাবল সেঞ্চুরি মিস, আক্ষেপ নেই নাঈমের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২১: ৩০

৩৯তম ওভারে নাঈম শেখ যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার নামের পাশে ১২৫ বলে ১৭৬ রান। ডাবল সেঞ্চুরি করতে তার দরকার ছিল আর মাত্র ২৪ রান। কিন্তু সালাউদ্দিন শাকিলের বলে অভিজ্ঞ অলক কাপালির বলে আউট হয়ে ফেরায় ডাবল সেঞ্চুরি আর পূর্ণ করা হয়নি নাঈমের। তবে এরপরও নাঈম করছেন না কোনো আক্ষেপ। খুশি হবেন নাকি আক্ষেপ করবেন এ নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে থেকে নাঈম বলেন, ‘হয়তো ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম।’ আক্ষেপ থাকলেও খানিকটা খুশি তিনি।

প্রাইম ব্যাংকের ৪২২ রানের রেকর্ড গড়ার দিনে দলটির নায়ক নাঈম শেখ। সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে তোলেন ১৪০ রান। সাব্বিরের বিদায়ের পর তিনি ক্রিজে ছিলেন ৩৯তম ওভার পর্যন্ত। তাতেই খুশি নাঈম বলেন, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে।’ তিনি আরো যোগ করেন, ‘মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো। আমি ৩৬-৩৭ ওভারের সময় আউট হইছি, হয়তো ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম।’

বিজ্ঞাপন

ডাবল সেঞ্চুরির সুবর্ণ সুযোগ সামনে থাকার পরও হাতছাড়া হয়েছে। এতে আক্ষেপ নেই তার মধ্যে, ‘আক্ষেপ নেই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। কোনো আক্ষেপ নেই।’ এমন ইনিংসের দিনে খানিকটা প্রশ্ন উঠেছে ব্রাদার্স ইউনিয়নের বোলিং আক্রমণ নিয়ে। সেটা নিয়ে নাঈমের ভাষ্য, ‘ওরা বেস্ট অ্যাটাক নিয়ে নেমেছে। আমি ব্যক্তিগত কোনো মতামত দিতে চাই না। আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করেছি।’

১৭৬ রানের এই ইনিংস আত্মবিশ্বাস জোগালেও পরের ম্যাচ আবার শুরু থেকে শুরু করতে হবে এটা স্পষ্টই জানিয়ে নেন নাঈম শেখ। পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস আরো ভালো রাখতে চান তিনি। তার কথায়, ‘টপ অর্ডার হিসেবে আপনার আত্মবিশ্বাস নিয়ে থাকতে হবে। অবশ্যই ভালো খেলছি, আত্মবিশ্বাস তো পরের ম্যাচে দেবে পরের ম্যাচের জন্য। পরের ম্যাচে জিরো থেকে শুরু করতে হবে। ফোকাসটা আরেকটু বেশি রাখব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত