বোলিংয়ে মিরাজের কীর্তি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১: ৩২

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হারলেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে ১০ উইকেট (৫+৫) শিকার করে নতুন রেকর্ড গড়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক তিনবার ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

এর আগে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দুবার করে এক টেস্টে ১০টি করে উইকেট শিকার করেন। এক টেস্টে একবার ১০ উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে এনামুল হক জুনিয়রের। শুধু তা-ই নয়, মিরাজ আরো একটি মাইলস্টোনে পৌঁছেছেন। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।

এজন্য ৫২টি টেস্ট ম্যাচে খেলতে হয়েছে তাকে। ২০০ উইকেট শিকারের তালিকায় মিরাজের সামনে আছেন সাকিব (২৪৬) ও তাইজুল (২১৯)। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২০.২ ওভারে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। শেষ ইনিংসে ২২.১ ওভারে ৫০ রান দিয়ে আবারও ৫ উইকেট শিকার করেন। কিন্তু মিরাজের বোলিং নৈপুণ্য দেখানো ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশ। এ নিয়ে আফসোস করতেই পারেন টেস্ট দলের এই সহ-অধিনায়ক।

এক টেস্টে ১০ উইকেট শিকারের রেকর্ড

বোলার ১০ উইকেট সময়

মেহেদী হাসান মিরাজ ৩ বার ২০১৬-২০২৫

তাইজুল ইসলাম ২ বার ২০১৪-২০২৫

সাকিব আল হাসান ২ বার ২০০৭-২০২৪

এনামুল হক জুনিয়র ১ বার ২০০৩-২০১৩

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট

বোলার ম্যাচ উইকেট সেরা বোলিং

সাকিব আল হাসান ৭১ ২৪৬ ৭/৩৬

তাইজুল ইসলাম ৫২ ২১৯ ৮/৩৯

মেহেদী হাসান মিরাজ ৫২ ২০০ ৭/৫৮

মোহাম্মদ রফিক ৩৩ ১০০ ৬/৭৭

মাশরাফি বিন মুর্তজা ৩৬ ৭৮ ৪/৬০

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত