মোস্তাফিজের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিয়ে ‘অনিশ্চয়তা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭: ২৯
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৭: ৩০

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। যদিও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে কাটার মাস্টারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটা মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে।

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ঠিকানা দুবাই ক্যাপিটালস। বিশ ওভারের টুর্নামেন্টটির পরবর্তী আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ৪ জানুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। একই সময় মাঠে গড়াতে পারে বিপিএল।

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে মোস্তাফিজকে এনওসি দেবে না সেটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে ডাক পেলেও খেলতে পারবেন না এই ক্রিকেটার- সেটা একরকম নিশ্চিত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজ। ভারতের রাজধানী পাড়ার মালিকানাধীন ফ্রাঞ্চাইজির আরেক দল দুবাই ক্যাপিটালস। মূলত ইংল্যান্ডের পেসার লুক উডের পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে তারা।

এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। লিগটিতে খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন তারকা অলরাউন্ডার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত