নারী কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭: ১৭

ভারতের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। আগামী ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। রুপালি সিনিয়রকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন।

বিজ্ঞাপন

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'আমাদের কাবাডি নারী দলে অনেক খেলোয়াড় অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। তেমনি একজন হচ্ছে সিনিয়র রুপালি। এ বিশ্বকাপের মাঝেই সে কাবাডিকে বিদায় জানাবে। অধিনায়ক করে আমরা তাকে সম্মানিত করতে চাই।'

দলে স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে আছেন লাকি আক্তার। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। ম্যানেজার মনির হোসাইন ও ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসিয়াল স্বপন খান।

বাংলাদেশ নারী কাবাডি দল: রুপালি (সিনিয়র) অধিনায়ক, শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), দিশা মনি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহরিম, মোছা: ইসরাত জাহান সাদিকা ও আঞ্জুআরা রাত্রি।

বিষয়:

কাবাডি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত