আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সেমিতে থামল বাংলাদেশ, ভারত-পাকিস্তান ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

সেমিতে থামল বাংলাদেশ, ভারত-পাকিস্তান ফাইনাল

যুব এশিয়া কাপে টানা অষ্টম সেমিফাইনাল খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় হয় আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের। আগে ব্যাট করতে নেমে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ১৬.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। তাতে টানা তৃতীয় তথা হ্যাটট্রিক এশিয়া কাপ জয়ের স্বপ্ন।

বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা চারেক পর শুরু হয় সেমিফাইনাল। খেলা নেমে আসে ২৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার খুব একটা ভালো শুরু এনে দিতে পারেনি। স্কোরবোর্ডে ৬৫ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। দলের প্রথম ৭ ব্যাটারের মধ্যে শুধু রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম রান করেছেন দুই অঙ্কের কোটায়। রিফাত ১৪ ও তামিমের ব্যাটে আসে ২০ রান।

বিজ্ঞাপন

৬৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের রান ১০০-এর ওপারে নেন ৮ নম্বরে নামা সামিউন বশির রাতুল। তার ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৩৩ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আব্দুল সুবহান।

১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই সাবলীল ছিলেন পাকিস্তানের টপ অর্ডাররা। ওপেনার সামির মিনহাস ৬৯ রান করে দলকে জয়ের পথে নেন। এছাড়া তিনে নামা উসমান খানের ব্যাটে আসে ২৭ রান। বাংলাদেশের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল একটি করে উইকেট নেন। এই হারে টানা তৃতীয় যুব এশিয়া কাপ জয়ের সুযোগ নষ্ট করল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এবার অপেক্ষা যুব বিশ্বকাপ রাঙানোর।

স্কোরকার্ড

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল : ১২১/১০, ২৬.৩ ওভার (সামিউন ৩৩, তামিম ২০, সুবহান ৪/২০)

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল : ১২২/২, ১৬.৩ ওভার (সামির ৬৯, উসমান ২৭, সামিউন ১/১৭)

ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : আব্দুল সুবহান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন