চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

প্রয়াত মেয়ের জন্য শিরোপা জিততে চান পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৫: ৫০
আপডেট : ৩১ মে ২০২৫, ১৫: ৫৩
মেয়ের সঙ্গে লুইস এনরিকে। ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) এসেই দলকে বদলে দিয়েছেন লুইস এনরিকে। বার্সেলোনার সাবেক কোচের হাত ধরে চলতি মৌসুমে ট্রেবল জয়ের দিকে ধাবিত হচ্ছে ‘প্যারিসের রাজা’রা। এনরিকের এতো পরিশ্রমের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন তার প্রয়াত মেয়ে জানা। না ফেরার দেশে চলে যাওয়া মেয়ের জন্যেই চ্যাম্পিয়নস লিগ জিততে চান এই স্প্যানিশ কোচ।

২০১৯ সালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান জানা। মাত্র ৯ বছর বয়সী মেয়ের এই মৃত্যু এনরিকের জীবনে ঝড় বইয়ে দেয়। থামিয়ে দেয় তার ঊর্ধ্বমুখী কোচিং ক্যারিয়ার। এই ধাক্কা পুরোপুরিভাবে বদলে দেয় তার জীবন–দর্শন। এখন আনন্দের মুহূর্তগুলো এলেই মেয়েকে স্মরণ করেন এনরিকে।

বিজ্ঞাপন

মিউনিখের ফাইনালেও মেয়ে জানা থাকছেন তার সঙ্গে। মেয়ের জন্যেই ইন্টার মিলানের বিপক্ষে মহারণ জিততে চান তিনি। মেয়ের জন্য এই শিরোপা জিততে চাওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে এনরিকে বলেছেন, ‘আমার অসাধারণ কিছু স্মৃতি আছে; কারণ, আমার মেয়ে পার্টি করতে খুব ভালোবাসত। আমি নিশ্চিত, সে যেখানেই থাকুক, এখনও উদ্‌যাপন করে চলেছে।’

‘এখনো মনে পড়ে বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর তার সঙ্গে তোলা এক দুর্দান্ত ছবির কথা। জয়ের পর সে মাঠে বার্সেলোনার পতাকা রাখছিল। এবার আমি আশা করি, পিএসজির হয়েও একই কাজ করতে পারব। মেয়েটা শারীরিকভাবে সেখানে থাকবে না, কিন্তু মানসিকভাবে থাকবে। আমার জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’- যোগ করেন পিএসজি কোচ।

জার্মানির মিউনিখে বাংলাদেশ সময় আজ শনিবার (৩১ মে) দিবাগত রাত ১টায় ইউরোপ সেরার মঞ্চে মুখোমুখি হবে ইন্টার মিলান ও পিএসজি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত