আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করলেন আমিনুল

স্পোর্টস রিপোর্টার
ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করলেন আমিনুল

বছর ঘুরে ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। যদিও ছোটবেলায় কাটানো ঈদের মতো আনন্দ এখন আর খুঁজে পান না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। একই সঙ্গে ঈদ এলে মা-বাবাকে মিস করেন এক সময়কার গোলপোস্টের নিচের এই বিশ্বস্ত মুখ।

বিজ্ঞাপন

আমিনুল বলেন, 'ছোটবেলায় ঈদের মজাটা অন্যরকম ছিল। আমাদের যারা পাড়া প্রতিবেশী ছিল সবাইকে নিয়ে নামাজে যাওয়া এবং নামাজ পড়ার পর আম্মার হাতে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, এই বিষয়গুলো আসলে অনেক বেশি মিস করি। ছোটবেলার ঈদটাই ছিল অনেক বেশি আনন্দের।'

সাবেক তারকা ফুটবলার আরও বলেন, 'ছোটবেলায় যখন বাবা-মার কাছে নতুন জামা কাপড়ের আবদার করতাম, অনেক সময় সামর্থ্য না থাকলেও অনেক কষ্ট করে হলেও আমাকে খুশি করার জন্য, ভাইদের খুশি করার জন্য কোনো না কোনোভাবে তারা আমাদের সেই উপহারটুকু দিয়েছেন। আল্লাহ এখন ভালো অবস্থানে নিয়ে আসছেন, কিন্তু তারা নেই। এটা প্রতিটা মুহূর্তে আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন