সরাসরি

অপেক্ষার অবসান, ম্যাচ জিতে সমতায় ফিরল বাংলাদেশ

২৩: ০৫

অবশেষে জয়

৭ ম্যাচ পর ওয়ানডেতে ম্যাচ জয়ের সুবাতাস পেল বাংলাদেশ। শারজায় সবশেষ ওয়ানডে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর ও চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় পায়নি। অবশেষে শ্রীলঙ্কায় এসে সেই জয়খরা কাটল। আর অধিনায়ক হিসেবে ৬ষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেলেন মেহেদি হাসান মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৪ ম্যাচের কোনোটিতেই জয় পাননি তিনি। অবশেষে পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় পেলেন মিরাজ।

৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার তানভীর ইসলাম। এছাড়া দুইটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও শামীম পাটোয়ারী একটি করে উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৮ রান আসে জেনিথ লিয়ানেগের ব্যাটে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেটে ২৪৮ রান। লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো ৩৫ রানে নেন ৪ উইকেট। জবাবে, ৩১ বলে কুশল মেন্ডিসের ৫১ রানের ঝড়ো ইনিংস ও লিয়ানেগের ৭৮ রানের পরও শ্রীলঙ্কার ইনিংস থামে ২৩২ রানে। তাতে ১৬ রানের জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত হবে ভাগ্য।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ২৪৮/১০ (ইমন ৬৭, হৃদয় ৫১, আসিথা ৪/৩৫)

শ্রীলঙ্কা- ২৩২/১০ (লিয়ানেগে ৭৮, কুশল ৫১, তানভীর ৫/৩৯)

ফল- বাংলাদেশ ১৬ রানে জয়ী।

ম্যাচসেরা- তানভীর ইসলাম।

২২: ৫৩

তানজিম সাকিবের উইকেট, জিতল বাংলাদেশ

দুশমন্থ চামিরাকে বোল্ড করে বাংলাদেশকে জয় এনে দিলেন তানজিম সাকিব। চামিরা আউট হলেন ৩১ বলে ১৩ রান করে। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরালো বাংলাদেশ। কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় ১৬ রানে।

২২: ৪৪

মোস্তাফিজ প্রথম শিকার, আউট লিয়ানাগে

ম্যাচ জমানোর চেষ্টা করছিলেন জুনিথ লিয়ানেগে। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের বলে তার হাতেই ক্যাচ দিয়েই ফিরেছেন লিয়ানেগে। ফেরার আগে তার ব্যাটে আসে ৮৫ বলে ৭৮ রান।

২২: ৩৩

শেষ ৫ ওভারে শ্রীলঙ্কার দরকার ৩৭ রান

তানভীর ইসলাম ফাইফারে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিডল অর্ডার ব্যাটার জেনিথ লিয়ানেগে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন পেসার দুশমন্থ চামিরা।

২১: ৫৯

তানভীরের ফাইফার

তানভীরের ফাইফার

শ্রীলঙ্কা-১৭০/৮ (৩৮.৩ ওভার)

মহেশ থিকসানাকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ফাইফারের দেখা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। ১২ বলে ২ রান করে ফিরেছেন মহেশ থিকসানা।

ফাইফারের দেখা পাওয়া তানভীরের বোলিং ফিগার: ১০-২-৩৯-৫। থিকসানার বিদায়ের পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার হার একরকম নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু শেষ দুই উইকেট পতনের অপেক্ষা।

২১: ৪৮

পাঁচ ম্যাচ পর মিরাজের উইকেট, ফিরলেন হাসারাঙ্গা

পাঁচ ম্যাচ পর মিরাজের উইকেট, ফিরলেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কা-১৫৬/৭ (৩৫.২ ওভার)

সবশেষ পাঁচ ম্যাচে কোনো উইকেটই পাননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার বোলিং নিয়ে হচ্ছিল বেশ সমালোচনা। এমন সমালোচনার মধ্যে আজ উইকেট শিকার করতে না পারার ব্যর্থতা ঘুচিয়েছেন তিনি। তার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফেরার আগে হাসারাঙ্গার ব্যাটে আসে ১৬ বলে ১৩ রান। শ্রীলঙ্কার ৭ম ব্যাটার হিসেবে আউট হন তিনি।

২১: ২০

তানভীর ঝলক, ফিরলেন ভেল্লালেগে

তানভীর ঝলক, ফিরলেন ভেল্লালেগে

শ্রীলঙ্কা- ১৩২/৬ (২৯.৪ ওভার)

তানভীর ইসলামের চতুর্থ শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দুনিথ ভেল্লালেগে। সামনে এগিয়ে তানভীরের করা বলটা ব্লক করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাট-প্যাড হয়ে বলটা উপরে উঠে যায়। ওই সুযোগে বল তালুবন্দি করতে ভুল করেননি উইকেটরক্ষক জাকের আলী অনিক। তাতেই আউট হন ভেল্লালেগে। ফেরার আগে তার ব্যাটে আসে ১০ বলে ১ রান।

২১: ০৪

তানভীরের বলে ফিরলেন কামিন্দু

তানভীরের বলে ফিরলেন কামিন্দু

শ্রীলঙ্কা-১২৮/৫ (২৫.৪ ওভার)

২৫তম ওভারেই একবার জীবন পেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তবে ২৬তম ওভারে আর সেই সুযোগ হয়নি। এবার আউটই হয়েছেন কামিন্দু। তার বিদায়ে বেশ চাপে পড়ল শ্রীলঙ্কা। তাকে ফিরিয়ে ম্যাচে নিজেদের তৃতীয় উইকেট শিকার করলেন স্পিনার তানভীর ইসলাম। শর্ট মিড উইকেটে দারুণ এক ক্যাচ নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ফেরার আগে কামিন্দু মেন্ডিস ৫১ বলে করেন ৩৩ রান।

২১: ০০

কামিন্দুই এখন শ্রীলঙ্কার ভরসা

শ্রীলঙ্কা-১২৭/৪ (২৫ ওভার)

চারিথ আসালাঙ্গা-কুশল মেন্ডিসদের বিদায়ের পর শ্রীলঙ্কা পড়েছিল খানিকটা চাপে। যার প্রভাব ছিল লঙ্কার ইনিংসে। টানা ৫১ বলে ছিল না কোন বাউন্ডারি। জেনিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে সেই চাপ সরিয়ে দলকে সামনে এগিয়ে নিচ্ছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। এমন কী এই ব্যাটার দলকে সামনে এগিয়ে নেওয়ার পথে একবার জীবনও পেয়েছেন। কামিন্দু মেন্ডিস ৪৯ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। অন্যদিকে জেনিথ লিয়ানাগে অপরাজিত আছেন ২০ বলে ৮ রানে।

২০: ৩৯

অধিনায়ক আসালাঙ্কাকে ফেরালেন শামীম

অধিনায়ক আসালাঙ্কাকে ফেরালেন শামীম

শ্রীলঙ্কা- ৯৯/৪ (১৮.৪ ওভার)

মিড অনে তানভীর ইসলামের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন চারিথ আসালাঙ্কা। পার্টটাইম স্পিনার শামীম নিজেদের তৃতীয় ওভারে এসে পেয়েছেন সাফল্যের দেখা। একটু জোরের উপর করা বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন চারিথ আসালাঙ্কা। তাকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পেয়েছেন শামীম পাটোয়ারি। ফেরার আগে আসালাঙ্কার ব্যাটে আসে ১৭ বলে ৬ রান।

২০: ১২

বিধ্বংসী কুশলকে ফেরালেন তানভীর

বিধ্বংসী কুশলকে ফেরালেন তানভীর

শ্রীলঙ্কা- ৮২/৩ (১২ ওভার)

সামনে এগিয়ে এসে তানভীর ইসলামের করা বলটা খেলতে চেয়েছিলেন কুশল মেন্ডিস। তবে পারেননি। বাংলাদেশের পক্ষে আউটের জোরালো আবেদন ছিল। আম্পায়ার সেই সিদ্ধান্তে সাড়া দেননি। রিভিউ নিয়ে শেষ পর্যন্ত কুশলকে আউট করেছে বাংলাদেশ। ফেরার আগে কুশল মেন্ডিসের ব্যাটে আসে ৩১ বলে ৫৬ রান। ম্যাচে তানভীরের এটি দ্বিতীয় শিকার। রিভিউ নিয়ে সফল হওয়ার পর যে উচ্ছ্বাস দেখা গেছে তানভীরের মধ্যে- সেটা ছিল দারুণ।

২০: ০০

প্যাভিলিয়নে ফিরেছেন মাদুষ্কা

প্যাভিলিয়নে ফিরেছেন মাদুষ্কা

শ্রীলঙ্কা- ৭৫/২ (১০ ওভার)

তানভীর ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নিশান মাদুষ্কা। দলীয় ৭৫ রানের মাথায় কাভারে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৫ বলে ১৭ রান। মূলত তানভীরের টার্ন ও ফ্লাইটে পরাস্ত হন মাদুষ্কা।

১৯: ৫৫

ফিফটি পেলেন কুশল মেন্ডিস

ফিফটি পেলেন কুশল মেন্ডিস

ক্যারিয়ারের ৩৪তম ফিফটির দেখা পেয়েছেন কুশল মেন্ডিস। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সব সময়ই দারুণ খেলেন কুশল মেন্ডিস। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে এটি ছিল ২১ ম্যাচে তার ৫ম ফিফটি।

১৯: ৫২

উড়ন্ত শুরু শ্রীলঙ্কার

উড়ন্ত শুরু শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা- ৫৭/১ (৮ ওভার)

দ্বিতীয় ওভারে তানজিম সাকিবের বলে পাথুম নিশাঙ্কা ফিরলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এর প্রভাব পড়তে দেননি তিনে নামা কুশল মেন্ডিস ও আরেক ওপেনার নিশান মাদুষ্কা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পেয়েছে লঙ্কানরা। শুধু উড়ন্ত সূচনা নয়, রানরেটেও নিজেদের অনেকটাই এগিয়ে নিয়েছে লঙ্কানরা।

বাংলাদেশি বোলারদের উপর দাপট দেখিয়ে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালাচ্ছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। তিনি অপরাজিত আছেন ১৬ বলে ৩৫ রানে। অন্যদিকে মাদুষ্কার ব্যাটে এসেছে ১৭ রান।

১৯: ২৫

দ্বিতীয় ওভারে উইকেট হারাল শ্রীলঙ্কা

দ্বিতীয় ওভারে উইকেট হারাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা- ৬/১ (২ ওভার)

তানজিম সাকিবের করা ভেতরে ঢোকা বলটা সরাসরি আঘাত হানে ওপেনার পাথুম নিশাঙ্কার বলে। তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ৫ রান। আম্পায়ার আসিফ ইয়াকুবের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন নিশাঙ্কা। শেষ পর্যন্ত আম্পায়ার্স কলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

১৯: ১৮

প্রথম ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ রান

দ্বিতীয় ওয়ানডেতে ২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। দারুণ বোলিংয়ের পর ব্যাটিং কেমন করে সেটাই দেখার অপেক্ষায়। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা।

১৮: ৪২

মোস্তাফিজ আউট, বাংলাদেশ থামল ২৪৮ রানে

মোস্তাফিজ আউট, বাংলাদেশ থামল ২৪৮ রানে

বাংলাদেশ- ২৪৮/১০ (৪৫.৫ ওভার)

ওয়ানিন্দু হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হন মোস্তাফিজুর রহমান। কোন রান করা এই পেসার আউট হলেই অলআউট হয় বাংলাদেশ। অপরপ্রান্তে থাকা তানজিম সাকিব অপরাজিত ছিলেন ২১ বলে ৩৩ রানে।

পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পর তানজিম সাকিবের এমন ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৮ রানে। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো চারটি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট শিকার করেছেন।

১৮: ২২

তানভীর আউট, ৯ম উইকেটের পতন

তানভীর আউট, ৯ম উইকেটের পতন

বাংলাদেশ- ২১৮/৯ (৪১.৫ ওভার)

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লেগ বিফোরের শিকার হয়ে ৯ম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন তানভীর ইসলাম। ফেরার আগে তার ব্যাটে আসে ৪ রান। হাসারাঙ্গার দ্বিতীয় শিকার ছিলেন তিনি।

১৮: ১৯

হাসানও ফিরলেন

বাংলাদেশ- ২১৩/৮ (৪১ ওভার)

আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন হাসান মাহমুদ। তাকে আউট ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট শিকার করলেন আসিথা ফার্নান্দো। ডানহাতি এই পেসারের শর্ট বল পুল করে মারতে গিয়েছিলেন হাসান। তবে বল উপরে উঠে স্কয়ার লেগ অঞ্চলের বাইরে যায়নি। সেই ক্যাচ তালুবন্দি করেন নিশান মাদুষ্কা।

১৮: ১৩

ফিফটি করেই আউট হৃদয়

ফিফটি করেই আউট হৃদয়

বাংলাদেশ- ২১৩/৮ (৪০.৫ ওভার)

ক্যারিয়ারের ৮ম ফিফটির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। পরের বলেই ডাবল নিতে গিয়ে রান আউটের শিকার হয়েছেন তিনি। ৪০তম ওভারের শেষ বলে ফিফটি পাওয়া হৃদয় স্ট্রাইক পেয়েছিলেন ৪১তম ওভারের দ্বিতীয় বলে। তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার ব্যাটে এসেছে ৫১ রান। ৬৯ বলের এই ইনিংসে ছিল মাত্র দুই বাউন্ডারি।

১৮: ০৬

ফিরলেন জাকের

ফিরলেন জাকের

বাংলাদেশ- ২০৪/৬ (৩৯ ওভার)

আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের শিকার হয়ে আউট হয়েছেন জাকের আলী অনিক। ৪০ বলে ২৪ রান করে ফিরেছেন তিনি। আসিথা ফার্নান্দোর করা লেন্থ ডেলিভারি জাকেরের ব্যাটে লাগেনি। সরাসরি গিয়ে আঘাত হানে প্যাডে। এরপরেই জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। জাকের চ্যালেঞ্জ করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত আর বদল হয়নি। ফেরার আগে হৃদয়ের সঙ্গে ৬ষ্ঠ উইকেটে যোগ করেন ৪৫ রান।

১৭: ৫২

হৃদয়-জাকের জুটিই শেষ ভরসা

বাংলাদেশ-১৯৬/৫ (৩৭.১ ওভার)

১৫৯ রানের মাথায় শামীম পাটোয়ারি প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ হারায় ৫ম উইকেট। এরপরেই দলের হাল ধরেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। দুজন মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৫০ বলে ৩৭ রান যোগ করেছেন। জাকের ২০ ও তাওহিদ হৃদয় ৪০ রানে অপরাজিত আছেন।

১৭: ৪০

ওয়ানডেতে হৃদয়ের এক হাজার রান

৯৮৫ রান নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন তাওহিদ হৃদয়। ধীরগতিতে ব্যাটিং করা হৃদয় দলের চাপের মধ্যে এখনও ব্যাট চালাচ্ছেন। ২৫তম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ৩৩ ইনিংস লাগল এক হাজার রান স্পর্শ করতে। হৃদয়ের চেয়ে কম ইনিংসে বাংলাদেশের দুজন এই মাইলফলক ছুঁয়েছেন- শাহরিয়ার নাফিস (২৯) ও এনামুল হক বিজয় (২৯)।

১৭: ১৬

এবার ফিরলেন শামীম

এবার ফিরলেন শামীম

বাংলাদেশ- ১৬০/৫ (৩০ ওভার)

আসিথা ফার্নান্দোর শর্ট বলে ক্যাচ তুলে আউট হন শামীম পাটোয়ারি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৩ বলে ২২ রান। ফাইন লেগে জেনিথ লিয়ানাগের হাতে ক্যাচ তোলেন তিনি।

১৬: ৪৫

আউট মিরাজ

আউট মিরাজ

বাংলাদেশ- ১২৭/৪ (২৩ ওভার)

১০ বলে ৯ রান করে আউট হয়ে হয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দুশমন্থ চামিরার বলে ডিপ স্কয়ার লেগে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ তুলে দেন। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ মিরাজ। আগের ম্যাচে ডাকের শিকার হয়ে আউট হন। দ্বিতীয় ম্যাচে সুযোগ থাকলেও ইনিংস বড় করতে পারলেন না তিনি।

এখন উইকেটে আছেন শামীম পাটোয়ারি ও তাওহিদ হৃদয়।

১৬: ৩৩

ইমন আউট

বাংলাদেশ- ১১০/৩ (২০ ওভার)

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ফেরার আগে তার ব্যাটে আসে ৬৭ রান। দলীয় ১১০ রানের মাথায় হাসারাঙ্গার দারুণ এক ডেলিভারিতে আউট হন তিনি। তার বিদায়ের পর উইকেটে আছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়।

১৬: ০৬

প্রথম ফিফটির দেখা পেলেন ইমন

প্রথম ফিফটির দেখা পেলেন ইমন

টানা দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে নিজের রান ৪০ থেকে ৫০ এ নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেলেন তিনি। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করা ইমন ফিফটি পূর্ণ করেন ৪৬ বলে।

১৫: ৫৯

শান্ত আউট

শান্ত আউট

ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা দারুণভাবে সামাল দেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ১৯ বলে ১৪ রান। দলীয় ৭৩ রানে প্যাভিলিয়নে ফেরা শান্তকে ফেরান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ওয়াইড লং অন অঞ্চলে ক্যাচ নেন মহেশ থিকসানা।

১৫: ৫১

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ- ৬৫/১ (১০ ওভার)

১০ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওপেনার পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত সামাল দিয়েছেন প্রাথমিক ধাক্কা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজনে যোগ করেছেন ৫৫ রান। ইমন ৩৭ ও শান্ত ১২ রানে অপরাজিত আছেন।

১৫: ১৩

শুরুতেই ফিরলেন তামিম

শুরুতেই ফিরলেন তামিম

বাংলাদেশ- ১০/১ (২.২ ওভার)

পুরো সিরিজে বাংলাদেশি ওপেনারদের যমদূত হয়ে উঠেছেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। তার দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তানজিদ হাসান তামিম। একটু অ্যাঙ্গেলে থাকা নাকাল বলে পরাস্ত হন তানজিদ তামিম। এ ছাড়া বলটা খানিকটা ধীরগতিতে এসেছিল ব্যাটে। উড়িয়ে কাভারে মারতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাটে লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে। তাতে আউট হয়ে ফিরতে হলো তামিমকে। আউট হওয়ার আগে তার ব্যাটে এসেছে ১১ বলে ৭ রান।

গতকাল সংবাদ সম্মেলনে বেশি সময় উইকেটে থাকার কথা বলেছিলেন তানজিদ। দ্বিতীয় ওয়ানডেতে তিনিই সবার আগে ফিরলেন ড্রেসিংরুমে।

১৪: ৪৭

দুই দলের একাদশেই দুই পরিবর্তন

দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। ইশান মালিঙ্গা ও মিলান রত্নানায়েকের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালেগে ও দুশমন্থ চামিরা। বাংলাদেশ একাদশেও আছে দুইটি পরিবর্তন। লিটন দাস ও তাসকিন আহমেদকে একাদশে বাইরে রাখা হয়েছে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। অন্যদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকে বাইরে রাখা হয়েছে। তাদের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারি ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-

নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জেনিহ লিয়ানাগে, দুনিথ ভেল্লালেগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

১৪: ৩৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। কলম্বোয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

১৪: ১৫

দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কিছুক্ষণ পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে তাসকিন আহমেদকে পাবে না বাংলাদেশ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।