এবারের অ্যাশেজে সিরিজের ফয়সালা হয়ে গেছে মাত্র ১১ দিনে। প্রথম তিন টেস্টেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর মধ্যে পার্থ টেস্ট শেষ হয়েছে মাত্র দুদিনে! স্বাভাবিকভাবেই পার্থের পিচ নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেটা আমলে নেয়নি আইসিসি। মেলবোর্নে আর রক্ষা হলো না। মেলবোর্নের বক্সিং ডে টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলে রায় দিল আইসিসি। আর তাতে আলোচিত এই পিচ একটি ডিমেরিট পয়েন্ট পেল। রেটিং দিয়েছেন এই টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রো। মজার বিষয় হচ্ছে, আগের তিনটি বক্সিং ডে টেস্টে এমসিজির পিচ পেয়েছিল সর্বোচ্চ ‘খুব ভালো’ রেটিং।
আইসিসির চার স্তরের পিচ রেটিং ব্যবস্থায় ‘অসন্তোষজনক’ হলো তৃতীয় স্তর। এই রেটিং দিয়ে এমন পিচকে বোঝায়, যেখানে ব্যাটার ও বোলারদের মধ্যে ন্যায্য লড়াই থাকে না। বোলাররা অতিরিক্ত সুবিধা পায়—হোক তা পেস বা স্পিন। এই ক্যাটাগরিতে অবশ্য পার্থ টেস্টও বিবেচ্য ছিল। কেননা, চলতি অ্যাশেজ সিরিজে দুদিনের মধ্যেই শেষ হওয়া প্রথম ছিল পার্থ টেস্ট। সিরিজ এখন ৩-১ সমতা। প্রথম তিন টেস্ট অস্ট্রেলিয়া জেতার পর এমসিজিতে চার উইকেটে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছরের খরা কাটায় ইংল্যান্ড।
মেলবোর্ন টেস্টের পিচ দুদলের অধিনায়ককে অবাক ও পিচ কিউরেটরকে বেশ ভাবনায় ফেলে দিয়েছে। টেস্ট শেষ হওয়ার একদিন পর এমসিজির কিউরেটর ম্যাট পেজ জানান, তিনি ‘চরম বিস্ময়ে’ ছিলেন। ম্যাচের প্রথম দিনই পড়ে ২০ উইকেট, পরদিন আরো ১৬ সহ মোট ১৪২ ওভারে ৩৬ উইকেট। পিচে ১০ মিলিমিটার ঘাস রেখে দেওয়ার সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে, যা মূলত ম্যাচের শেষ তিনদিনের গরম আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে রাখা হয়।
আগামী রোববার অ্যাশেজের শেষ ম্যাচ হবে। সিডনিতে অনুষ্ঠেয় টেস্টটি ইংল্যান্ডের জন্য কেবল হার কমিয়ে আনার ম্যাচ। সেই ম্যাচের পিচ কেমন হয়Ñসেটাই এখন দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

